সকপের - সংবিধানের ভূমিকা "উদ্দেশ্য ও লক্ষ্য "
লিখেছেন লিখেছেন সাংবাদিক এস এম ছাইফুল্লাহ খালেদ ১১ মার্চ, ২০১৯, ০৪:১৬:১৬ বিকাল
সকপের - সংবিধানের ভূমিকা "উদ্দেশ্য ও লক্ষ্য "
বিসমিল্লাহির রাহমানির রাহিম ।
সমাজ কল্যাণ পরিষদ (সকপ)
কুতুবদিয়া, কক্সবাজার।
সংবিধানের ভূমিকা
""""""""""""""""""""""""
যেহেতু কুতুবদিয়া একটি দ্বীপ । যার চতুর্দিকে সমূদ্র বেষ্টিত । এমন কি যে দ্বীপ দেশের মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন হয়ে সমূদ্রে রাজ হাঁসের ন্যায় ভাসছে ;
যেহেতু কুতুবদিয়ার অস্তিত্ব রক্ষায় স্থায়ী বেঁড়িবাধ নির্মাণে সরকারের আন্তরিকতার পর্যাপ্ত অভাব রয়েছে ;
যেহেতু কুতুবদিয়া সমূদ্র উপকূলীয় দ্বীপ হওয়ায় অবহেলার স্বীকার হয়েছে ;
যেহেতু কুতুবদিয়ার যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ার কারণে , দ্বীপের উন্নয়ন বাধাগ্রস্থ হয়েছে ;
যেহেতু কুতুবদিয়ার শিক্ষা প্রতিষ্টান সমূহে শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধার পর্যাপ্ত অভাব রয়েছে । এমন কি প্রাপ্য অধিকারও পাচ্ছে না ;
যেহেতু কুতুবদিয়া আমাদের মাতৃভূমি । যা দ্বীপের দেড় লক্ষাধিক মানুষের একমাত্র থাকার স্থান ;
যেহেতু কুতুবদিয়ার মানুষের সমস্যাগুলো নিরসণ করার জন্য প্রতিকার চিহ্নিত করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে সমাধান হতে পারে ;
যেহেতু কুতুবদিয়া দেশের উল্লেখযোগ্য একটি দ্বীপ এবং কুতুবদিয়ার জনগণ ও বিশিষ্ট ব্যক্তিগণ দেশের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রাখছে ;
সেহেতু এই বিশ্বাস ও চেতনার ভিত্তিতে দ্বীপবাসীর কল্যাণের মহান উদ্দেশ্যে
সমাজ কল্যাণ পরিষদ (সকপ) এর
এই সংবিধান প্রণীত ও প্রবর্তিত হইল।
এস এম ছাইফুল্লাহ খালেদ
চেয়ারম্যান
সমাজ কল্যাণ পরিষদ (সকপ)
কুতুবদিয়া , কক্সবাজার ।
আত্মপ্রকাশ : ১ জানুয়ারি ২০০৭ ইং
S M Saifullah Khaled
Chiarman
Somaz Kollan Porishod (Shokop)
Kutubdia, Cox's Bazar.
Est: 01/01/2007
'সত্য প্রকাশের দুর্দান্ত সাহস '
সমাজ কল্যাণ পরিষদ (সকপ)
কুতুবদিয়া , কক্সবাজার
(একটি অবহেলিত দ্বীপ ও মানুষের কথা প্রকাশকারী অনলাইন সংগঠন )
"উদ্দেশ্য ও লক্ষ্য " :
কুতুবদিয়ার
১) শিক্ষা
২) যোগাযোগ ও
৩) সামাজিক
সমস্যাসমূহ ও প্রতিকার চিহ্নিত করে
১) স্থানীয়
২) জাতীয় ও
৩) আন্তর্জাতিক
মিডিয়ার সহায়তায় যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা।
"স্থায়ী কর্মসূচি " :
১) কুতুবদিয়ার সকল নাগরিকের নিকট সকপের প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত করা ।
২) সকপের উদ্দেশ্য ও লক্ষ্য প্রতিষ্টিত করিবার সংগ্রামে আগ্রহী ত্যাগী ব্যক্তিদিগকে সংগঠিত করা।
৩) কুতুবদিয়া উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদ ভিত্তিক সমাস্যাসমূহ ও প্রতিকার চিহ্নিত করা ।
৪) চিহ্নিত সমস্যাসমূহ নিরসণে মিডিয়ার মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ নিশ্চিত করা ।
বিষয়: বিবিধ
৪২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন