সালাম : শান্তি ও কল্যাণের অন্যতম হাতিয়ার
লিখেছেন লিখেছেন মো আব্দুল হামিদ ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:০৯:২৯ রাত
ইসলাম একটি শান্তি ও কল্যাণের জীবন বিধান। তার প্রতিটি নিদর্শন, কাজ-কর্ম, নিয়মনীতি, আইন-কানুন, আচার-আচরণ, শিক্ষা-দিক্ষা ইত্যাদিতে রয়েছে শান্তি ও কল্যাণের বাণী ও সূত্র। প্রতিটি জিনিসই যেন কল্যাণ ও মঙ্গলের সুঁতিকাগার। বৈজ্ঞানিক সূত্রের মতো এর ফলাফল পাওয়া যায়। এর একটি নিদর্শন হলো সালাম বা পরস্পরের মধ্যকার সাক্ষাতের অভিবাদন প্রক্রিয়া। সালাম এমন একটি নিদর্শন যা পরস্পরের মধ্যে শান্তি, কল্যাণ, মমত্ববোধ, ভ্রাতৃত্ববোধ, শ্রদ্ধাবোধ, সৌজন্যতাবোধ ইত্যাদি সুসম্পর্ক যেমনি বৃদ্ধি করে তেমনি হিংসা-বিদ্বেষ, অহংকার, গর্ববোধ, হেয়পন্নতা, বেহায়াপনা, অশ্লিলতা, কুরুচি, অস্বদাচরন ইত্যাদি নেতিবাচক সমাজবিধ্বংসী বিষয়সমূহ দূর করে। তাই আজ এই গুরুত্বপূর্ণ কল্যাণকর ও শান্তির অন্যতম নিদর্শন সালাম ও ব্যাক্তি, সমাজ-জাতিতে এর গুরুত্বপূর্ণ অবদান নিয়ে ধারাবাহিক লেখা হবে ইনশা আল্লাহ তায়ালা।
বিষয়: বিবিধ
৪৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন