কবিতাঃ- শুধু কি কবিতার জন্য

লিখেছেন লিখেছেন ইউসুফ হাওলাদার শাওন ১৭ অক্টোবর, ২০১৮, ১১:১৯:০৪ রাত



ইউসুফ হাওলাদার শাওন

***..

একটি কবিতার জন্য

হাতে নিয়েছি কলম

শুধু কি কবিতার জন্য!

একটি মানচিত্রের জন্য

একটি পতাকার জন্য

নবজাতক শিশুর জন্য।

একটি কবিতার জন্য

অামি ঘুরে-বেড়িয়েছি

হাজারটা পথ নরম পলিমাট

খরস্রোত নদী,

পিছনে ফেলে হিমালয়

হতে বঙ্গোপসাগর

একটি কবিতার জন্য

হাতে নিয়েছি কলম

শুধু কি কবিতার জন্য!

অামার পূর্বপুরুষের কথা

লেখার জন্য

হাজর বছরের বাঙালির

ইতিহাস লিখার জন্য,

ইতিহাস জন্ম দেবার জন্য।

একটি কবিতার জন্য

একটি পতাকার জন্য

হাতে নিয়েছি কলম

শুধু কি কবিতার জন্য!

বিষয়: সাহিত্য

৫১০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File