শান্তি নিকেতনে মোল্লা নাসির উদ্দিন
লিখেছেন লিখেছেন মোহাম্মদ শাহ ই জাহান ১৩ অক্টোবর, ২০১৮, ১১:১৩:৫৬ সকাল
শান্তি নিকেতন শুরুর দিকে ছাত্র সংকটে ভুগছিল৷ কারণ সরকারী স্বীকৃতি ছিলনা৷ অনেকটা আমাদের দেশের কওমী মাদ্রাসার মতো৷ এখানে পড়ালেখা করলে সরকারী চাকরি পাওয়া যাবেনা৷ কবিগুরু বৃটিশদের স্বীকৃতি নেবেন না অথবা বৃটিশরা স্বীকৃতি দিচ্ছিলনা; এর কোন একটি হতে পারে৷ আর এখানে হাতে গোনা যে কয়জন শিক্ষার্থী ছিল যারা শিক্ষা প্রতিষ্ঠানের প্রচলিত নিয়ম শৃঙ্খলা মানত না বলে এখানে আশ্রয় পেত৷
ছাত্র সংকট কবিগুরুকে ভীষণভাবে ভাবিয়ে তুলল৷ তিনি সিদ্ধান্ত নিলেন দেশী বিদেশী পন্ডিতদের এখানে শিক্ষক হিসেবে নিয়োগ দেবেন৷ এতে করে ছাত্র সংকট হয়তো কেটে যাবে৷
শিক্ষক হিসেবে মোল্লা নাসির উদ্দিন ছিলেন কবিগুরুর প্রথম পছন্দ৷ কিন্তু মোল্লাকে পাওয়া মুশকিল৷ তিনি ব্যস্ত মানুষ৷ কবিগুরু অপেক্ষায় থাকলেন৷
এদিকে মোল্লার সাথে সরকারের লাগালাগি প্রায় লেগে থাকত, কিছুটা আমাদের দেশের বিরোধী দলের মীর্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা বিএনপি ক্ষমতায় থাকাকালীন আওয়ামীলীগের মরহুম আব্দুল জলিলের ভুমিকা পালন করতেন৷ কি একটা সরকারী পলিসির বিরোধীতা করতে গিয়ে মোল্লা দেশ থেকে বহিস্কৃত হলেন৷ কবিগুরু সুযোগটি কাজে লাগালেন৷ ঘোষণা দিলেন, শান্তি নিকেতন থেকে মোল্লা নাসির উদ্দিনকে ডিলিট উপাধি দেওয়া হবে৷ এভাবে পামপট্টি দিয়ে যদি মোল্লাকে শিক্ষক হিসেবে রেখে দেয়া যায়৷
মোল্লারও একটা চাকরির দরকার ছিল৷ কিন্তু এত বড় চাকরি প্রত্যাশা করেন নি৷ তাও আবার রবীন্দ্রনাথের শান্তি নিকেতনে৷ মোল্লা চা দোকানে চাকরি হলেও করতেন৷ কারণ, জান বাঁচানো ফরজ৷ এদিকে ডঃ মোল্লা নাসির উদ্দিনকে শিক্ষক হিসেবে নিয়োগ দিতে পেরে কবি গুরুর গর্বের সীমা রইলনা৷ শান্তি নিকেতনকে আর পেছনে ফিরে তাকাতে হবেনা৷
মোল্লা সিদ্ধান্ত নিলেন, তিনি খুব কড়াকড়ি করবেন যাতে ছাত্ররা বাঘের মতো ভয় পায় এবং চাকরিতে প্রমোশন হয়৷ তিনি পাঠদান শুরু করলেন, " মনে রাখবা, স্কুল পালিয়ে রবীন্দ্রনাথ হওয়া যায়না৷ তোমরা যদি আমাকে এই গ্যারান্টি দিতে পার স্কুল পালিয়ে রবীন্দ্রনাথ হবে তাহলে স্কুল পালালে আমার কোন আপত্তি নেই৷"
শিক্ষার্থীরা এমন একটা সুযোগের অপেক্ষায় ছিল৷ গ্যারান্টির বিষয়টা আসছে পরে আগে স্কুল পালাও৷ আমাদের দেশের ঋণ খেলাপীরা ঋণ নেওয়ার আগে কত গ্যারান্টি দিয়ে থাকে!
কবিগুরু দেখলেন, এই মোল্লার বাচ্চা মোল্লা আর কয়দিন থাকলে শান্তি নিকেতন সাহারা মরুভুমি হতে দেরি নেই৷ তিনি মোল্লাকে শান্তি নিকেতন থেকে সসম্মানে বিদায় করার কথা কথা ভাবলেন- " Excellency Your Honour ডঃ মোল্লা নাসির উদ্দিন সাহেব, রেকর্ড সংরক্ষণের জন্য আপনার মোল্লাগিরির শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটগুলো দরকার, সনদপত্রগুলো দ্রুত জমা করার ব্যবস্থা করুন৷"
মোল্লা জবাব দিলেন, " 'কবিগুরু' হতে যেমন আপনার সার্টিফিকেট দরকার হয়নি 'মোল্লা' হতেও আমার সার্টিফিকেট লাগেনি৷ আপনার কর্মকান্ডের কারণে লোকজন আপনাকে 'কবিগুরু' বলে ঠিক একইভাবে লোকজন আমাকে 'মোল্লা' বলে৷"
=========
বিষয়: বিবিধ
৫৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন