আঁধারে মোড়ানো স্বপ্নরাজ্য

লিখেছেন লিখেছেন আফফান কান্দুরী ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৩৪:১৩ রাত



জাগ্রতদ্বারে নেমেছিল আজ নিশিথের কুয়াশা

নিদ্রাভার নয়নযুগলে কে যেন মেখেছিল,

ঘুম-শিকারী আঠা!

ঘুম পথে দেখি ওই স্বপ্ন-দিগন্তে,

অজানারা পাখা মেলে উড়ছে সব;

হতবাক কাণ্ড!

ঘুম-গাড়িতে চড়ে আজ, এ আমি কোথায়??

বিস্ময়-শিখরে চড়ে চক্ষু আমার চড়কগাছ,

শরতের এ শুভ্র বসুধায় জেগেছে ওই বসন্তের কল্পগাছ

হতবাক! হতবাক!

আকাশ পানে উড়ন্ত দৃষ্টি মেলে,

যাচ্ছে চলে মেষের পাল

দূরের ডানাওয়ালা বাহনটা নিচ্ছে তুলে,

একগাদা মানুষ; টালমাটাল!

গগনে গগনে উড়ছে ওই শান্তি পতাকা

ধুলোর আস্তরণে যাচ্ছে মিশে ওই রক্তস্নাত হতাশা

হঠাৎ ধাতব-শব্দে স্বপ্ন-আঁধার ভেদ করে,

দমবন্ধ অন্ধকারে,

ঘর্মাক্তকলেবরে,

অন্তরাত্মার ধুকধুক শিহরণ!

দুয়ার-কপাটে কারো যেন ঠক ঠক ঠক ঠক

বিষয়: সাহিত্য

৬৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File