বিদাই/ মহতারাম ইদ্রীস হক্কানি ভাই
লিখেছেন লিখেছেন চাঁদ রাত ২৯ জুলাই, ২০১৯, ০৯:২৬:২৫ রাত
বিদাই/ মহতারাম ইদ্রীস হক্কানি ভাই।
স্মৃতি
সময় চলে যায়
আর কথা রয়ে যায়
হৃদপিন্ডের পাতায় পাতায়
দিন-রাত্রির স্বপ্ন মেলায়।।
ভুলে যেতে চাইলেও
ভুলা যায় না এমন কিছু স্মৃতি
আপন হৃদপিন্ডের আয়নায় যেন
অন্ধ রীতি।।
সুরের পাখি যেমন দূরে গেলেও
তার রেশ ফুরায় না,
মহতারাম ইদ্রীস হক্কানি ভাই এর বিদায় বেলার স্মৃতি
ভুলে যেতে চাইলেও
তারে ভোলা যায় না।।
আমাদের সবার প্রিয় ও পরিচিত মুখ সদা-সর্বদা হাঁস্য উজ্জল চেহারার,বড় ভাই,অভিবাবক এবং শিক্ষক- হাফেজ ইদ্রীস হক্কানি ভাই দৈর্ঘ্য ২২বছরের সৌদি আরব প্রবাস জীবন নামের জেলখানা থেকে মুক্তি নিয়ে স্বদেশ প্রত্যাবর্তন করছে৷ বিদাইটা যদিও এক দিকে বেদনার অন্যদিকে আনন্দের । এই উপলক্ষ্যে আমাদের ছিল ছোট্ট আয়োজন৷ ইদ্রীস ভাই আমাদের থেকে বিদাই নিয়ে প্রিয় জন্মভূমি বাংলাদেশ স্বজনদের কাছে পিরে যাচ্ছেন৷ তবে আমাদেরকে যে শিক্ষা, আদর্শ এবং ভালো বাসায় তিনি সব সময় আগলে রেখে ছিলেন তা যেন উনি এবং আমরা সব সময় অব্যাহত রাখতে পারি৷ এটাই আমাদের আশা এবং প্রত্যাশা। আমাদের থেকে চোখের আড়ালে চলে গেলেও মনের আঙ্গিনায় তিনি সব সময় থাকবেন৷ উনার ব্যাপারে অনেক লিখার আছে তবে অত্যান্ত সহজ কথায় বলতে গেলে তিনি একজন সহজ সরল ভালো মনের মানুষ ছিলেন। আজ বিদাইএর এই দিনে অশ্রুস্বজল নয়নে আল্লাহর কাছে একটাই প্রার্থনা সর্বদা যেন সুস্থ এবং ভালো থাকেন, প্রিয় ও সজনদের সাথে ৷ আমীন .......
বিষয়: বিবিধ
৫৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন