কবিতা কী?
লিখেছেন লিখেছেন নীলাঞ্জনা পুষ্পিতা ২১ জুন, ২০১৮, ০৩:৩৩:০৬ দুপুর
সাহিত্যের শাখায় কবিতা সবচেয়ে বুড়ো। অর্থাৎ সাহিত্যের শুরুই হয় কবিতা দিয়ে। সাহিত্যে সবচেয়ে প্রাচীনই হচ্ছে কবিতা। বলা হয় কবিতার মাধ্যমেই শুরু হয় সাহিত্য। আর কবিতা যতটা বিতর্কের জন্ম দিয়েছে কালক্রমে সাহিত্যের অন্যকোন শাখা তার আশেপাশেও ভিড়তে পারেনি।
কবিতা কী?
কবিতা হলো একজন কবির হৃদয় নিঙড়ানো আবেগ বা অনুভূতির প্রকাশ। কবিতার সংজ্ঞা এভাবে দেয়া যায়-
কবিতা হলো শব্দের ছন্দময় বিন্যাস যা হলো একজন কবির আবেগোত্থিত অনুভূতির প্রকাশ, উপলব্ধি ও চিন্তাকে সংক্ষেপে এবং উপমা-উৎপ্রেক্ষা-চিত্রকল্পের সাহায্যে উদ্ভাসিত করে এবং শব্দের ছন্দায়িত ব্যবহারে সুমধুর শ্রুতিযোগ্যতা যুক্ত করে। (উইকিপেডিয়া)
ক্লোরিজ এমনই বলে- ক্লোরিজের মতে, মানুষের (কবি হওয়া বাধ্যগত করেছেন কিনা সে বিষয়ে অবগত নই আমি) শ্রেষ্ঠতম বিন্যাসের শব্দগুচ্ছের প্রকাশকেই কবিতা বলা যায়। ছন্দোময় বিন্যাস, যা একজন কবির আবেগোত্থিত অনুভূতি, উপলব্ধি ও চিন্তা। এবং এই আবেগোত্থিত অনুভূতি আপনার প্রকাশ করতে হবে নিয়ম মেনে যাতে কবিতা কবিতা হয়ে ওঠে।
বিষয়: সাহিত্য
৬৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন