ইফতারের কিছু বেষয়

লিখেছেন লিখেছেন সহীহ আমল ২০ মে, ২০১৮, ০৬:১৬:৫২ সন্ধ্যা



আসুন! ইফতারের আগে নিচের বিষয়গুলো নিয়ে একটু ভাবি।

" আমি ইফতার করবো। তবে আমার প্রতিবেশীর ঘরে ইফতার আছে কি?

" আমার বাড়ি কিংবা বাসার পাশ দিয়ে সূর্যাস্তের কয়েক সেকেন্ড আগে হেঁটে যাওয়া পথিকের ইফতারের ঠিকানা কোথায়?

"রকমারি সাজের ইফতারের দস্তরখানে খেজুর আছে কি?

.. খেজুর দিয়ে ইফতার শুরু হচ্ছে না কি পিপাসায় পানিই আগে পান করা হচ্ছে?

" ইফতারের প্রস্তুতি কি দোয়ার মাধ্যমে ইফতারের বারাকাহ হাসিলে অন্তরায় হয়ে যাবে?

" ইফতারের ব্যস্ততায় আমার সালাতে মাগরিবের জামাত ছুটে যাবে?

" প্রয়োজন অতিরিক্ত ইফতারী আয়োজন করে ইসরাফের পাপে পাপিষ্ঠ হচ্ছি না তো?

"সুন্নাহসম্মত পন্থায় আমার ইফতার হচ্ছে না কি ভাই বোন আপনজন মিলে আনন্দ আড্ডা হয়ে যাচ্ছে?

" পরিবার নিয়ে কী স্বাচ্ছন্দ্যে ইফতার করছি! একবার কি ভেবেছি ফিলিস্তিন সিরিয়া কিংবা অন্য কোনো মাযলুম রাষ্ট্রে আমার মায়েরা কীভাবে ইফতার করছে??

বিষয়: বিবিধ

৬৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File