আমরা সেই সে জাতি!

লিখেছেন লিখেছেন সপ্তর্ষি স্বপ্নিল ৩১ মার্চ, ২০১৮, ০২:৩২:০২ রাত



ভাবতে অবাক লাগে আমরা কি সত্যিই সেই মুসলমান! যারা এক সময় স্পেন শাসন করেছিল? স্পেনেও মুসলমানরা থাকে আর আমরা বাংলাদেশে থাকি!

.

আন্দালুসি প্রদেশের গ্রানাডা এবং কর্ডোভাতে মুসলমানরা বাস করত তখন তারা জ্ঞান-বিজ্ঞানে কল্পনাতীত ভাল ছিল! তাদের কাছ থেকে খ্রিষ্টানরা জ্ঞান অর্জন করে পিরেনিজ পর্বত পারি দিয়ে ইউরোপে গিয়ে তার পন্ডিত হয়ে যেত! মুসলমানদের ছিল সুবিশাল লাইব্রেরি!

১৪৯১ খ্রিস্টাব্দে রাজা ফার্দিনেন্দ ও ইসাবেলা যখন স্পেন দখল করে নেয় তখন কর্ডোভার গোয়াদেলকুইভার নদীর স্রোত বন্ধ হয়ে গিয়েছিল শুধু নদীতে মুসলামানদের লাইব্রেরীর বই ফেলে দেয়ার কারনে!

.

কল্পনা করা যায় তারা কি ছিল! তাদের মাঝে ছিল কবি, সাহিত্যিক, আলেম, বিজ্ঞানী ইত্যাদি! কোন কিছুই তাদের বাদ ছিল না!

.

আর আমরা এখন আলুর মাঝে,বর্জ্যপাতের মাঝে, গাছের পাতার মাঝে আল্লাহর নাম খুঁজে আল্লাহর স্রেষ্টত্ব প্রমান করি! চিন্তা করা যায় কত বড় ছাগল আমরা?

অথচ কর্ডোভাতে 'মাদিনাতুন জাহরা' আজও দাড়িয়ে আছে! যা ৮০ বছর ব্যায় করে বানানো হয়েছিল! সেটাই ছিল তখনকার সবচেয়ে বড় স্থাপত্য!

.

আমরা কোরআন থেকে রিসার্চ করে বের করি না যে, কোরআন ই বলছে পৃথিবী সূর্যের চতুর্দিক ঘুরে, বা আলুর গঠন ত কোরআনে এভাবে ব্যাখ্যা আছে, বা আল্লাহ ত বর্জ্যপাতের ঘটন আরও বহুত আগে এভাবে বর্ণনা করে গেছেন!

.

আমরা পারি শুধু ইডিট করে আল্লাহর নাম বানানে আর ঐটা ফেসবুকে ছেড়ে আমিন যোগার করতে!

বিষয়: বিবিধ

৫৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File