রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ : আহত ২২
লিখেছেন লিখেছেন নুর হুসাইন ০৩ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৪১:৪১ রাত
রংপুর মহানগরীর সিও বাজার এলাকায় আজ রোববার দুপুরে বিআরটিসি বাসের সাথে লোকাল গেটলক বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু ও নারীসহ পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২২ যাত্রী। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সাইফুর রহমান সাইফ নয়া দিগন্তকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সিও বাজার বিডিআর ক্যাম্পের বিপরিতে সালেহীন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে রংপুর-দিনাজপুর মহাসড়কের ওপর বগুড়া থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী বিআরটিসির বাসের (বগুড়া-ব-১১-০০২৬) সাথে দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী গেটলক বাসের (রংপুর-জ-০৪-০০২৫) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলের চারজন মারা যান। নিহতদের মধ্যে এক শিশু, তিনজন নারী এবং একজন পুরুষ।
বিষয়: বিবিধ
৪৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন