ময়মনসিংহে এবার নারী মাদক ব্যবসায়ীর লাশ

লিখেছেন লিখেছেন নুর হুসাইন ১৮ জুন, ২০১৮, ০১:১৭:২৮ দুপুর

ময়মনসিংহ শহরতলির আকুয়া গন্ধপা এলাকা থেকে আজ রোববার সকালে রেহেনা আক্তার (৩৮) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, রেহেনা ময়মনসিংহের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ছয়টার দিকে গন্ধপা এলাকায় এক নারীকে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানকার চিকিৎসক রেহেনাকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, রেহেনা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিলেন। মাদকবিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুশফিকুর রহমান বলেন, নিজেদের মধ্যে মাদক ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের গুলিতে রেহেনার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের

বিষয়: বিবিধ

৫৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File