বাংলাদেশের আরবান এলিট ও নীতি নির্ধারকদের অনেকেই মাতাল, মদ্যপ ও মাদকাসক্ত।
লিখেছেন লিখেছেন নুর হুসাইন ০৪ জুন, ২০১৮, ০৪:০৫:১২ বিকাল
বাংলাদেশের আরবান এলিট ও নীতি নির্ধারকদের অনেকেই মাতাল, মদ্যপ ও মাদকাসক্ত। এদের মদ্যপানের আড্ডা ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, উত্তরা ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, অল কমিউনিটি ক্লাব সহ এমন আরো কিছু যায়গা।
গরীবের কষ্টার্জিত বৈদেশিক মূদ্রায় বিদেশ থেকে মদ কিনে আনার লাইসেন্সও দেয়া হয়েছে এলিট, বড় লোক ও লুটেরাদের এই সব আড্ডাখানা গুলোকে!
জনগনের সরকার মাদক বিরোধী অভিযান চালালে, আগে এই এলিট আড্ডাখানার মদ আমদানির লাইসেন্স বাতিল করে মদের আড্ডাখানার উপরে বুল ডোজার চালিয়ে দিত।
গরিবের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রায় এলিটদের বিদেশী মদ আমদানি নিষিদ্ধ কর।
বিষয়: বিবিধ
৫৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন