ঝড়ে আশ্রয় নেয়া কিশোরীকে ধর্ষণ, যুবক আটক
লিখেছেন লিখেছেন নুর হুসাইন ০১ মে, ২০১৮, ০১:২০:১৮ দুপুর
নেত্রকোনার কলমাকান্দায় ১২ বছরের এক কিশোরীকে সাদ্দাম হোসেন (২৫) নামে এক বখাটে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রায় ৭ ঘণ্টা পর পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কয়রা গ্রাম থেকে ধর্ষক সাদ্দাম হোসেনকে আটক করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কয়রা গ্রামে ওই ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের শিকার মেয়েটিকে ওই দিন বিকালেই ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার শিবপুর গ্রামের ওই কিশোরী মেয়েটি সোমবার দুপুরে কয়রা গ্রামে তার নানার বাড়ি বেড়াতে আসার সময় হঠাৎ বৃষ্টির শুরু হয়। মেয়েটি দৌড়ে গিয়ে কয়রা গ্রামের মৃত শাহ আলীর বাড়ির সামনে নির্মাণাধীন একটি ঘরের বারান্দায় গিয়ে আশ্রয় নেয়।
এ সময় শাহ আলীর বখাটে ছেলে সাদ্দাম হোসেন মেয়েটিকে ঘরের ভেতরে গিয়ে বসার জন্য ডেকে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।
এ সময় মেয়েটির ডাক-চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে এলে ধর্ষক সাদ্দাম ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। পরে গ্রামের লোকজন ঘটনাস্থল থেকে মেয়েটিকে উদ্ধার করে প্রথমে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করার পর সেখান থেকে ওইদিন বিকালেই মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
কলমাকান্দা থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, সাদ্দামকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে
বিষয়: বিবিধ
৪৯৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন