"আমি এই শহরের কেউ নই"

লিখেছেন লিখেছেন নির্ভেজাল দেশপ্রেমিক ২০ জানুয়ারি, ২০১৮, ১২:৫৯:৩২ দুপুর

গোটা পৃথিবীর বুকে যত শহর আছে তার মধ্যে একটি শহর আমার অত্যান্ত প্রিয়। একটা সময় ছিলো ঐ শহরের প্রতিটি মানুষকে ভালো লাগতো। প্রিয় শহরের প্রতিটি মানুষকে খুবি আপনজন মনে হতো।

আজ সেই শহরকে বড় অদ্ভুত লাগে, অচেনা মনে হয়। কত দ্রুত! বদলে গেছে এ শহর, বদলে গেলো কিছু মানুষ।

যাদের দেখলে আগের মতো আপন মনে হয়না, বদলে যাওয়া সেই প্রিয় মূখগুলি দেখলে ভয় লাগেনা, ঘৃনাও জাগেনা কবু, তবে দুঃখ লাগে মনে, বেশ কষ্ট জাগে বুকে।

নির্বাক নিরুপায় আমি! প্রশ্ন জাগে? একি মোর সেই প্রিয় শহর? যেখানে হাজার প্রিয় মানুষেরা করে বসবাস?

একি মোর সেই প্রিয় মানুষগুলি? দীর্ঘ এক যুগেরও বেশি যাদেরকে বুকের সর্বোত্তম স্থানে যত্ন করে রেখেছি।

একি মোর সেই প্রিয় মূখগুলি? যাদের দেখলে পরম শ্রদ্বায় এখনো মাথা নুয়ে রাখি!

নির্ঘুম চোখগুলি আজ বড় ক্লান্ত তবুও বার বার ভেসে উঠছে সেই স্বর্নালী মধুময় স্মৃতিগুলি। এই তো সেই প্রিয় মূখ সেই মধুর হাসি। শুধু নেই সেই ঝলকানি। ফ্যাকাসে হাসির ভীড়ে কেমন জানি ভ্যপসা ভুতুড়ে লাগে এই শহরটিকে।

বিষয়: সাহিত্য

৫২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File