গাছবাড়ি কে কেন প্রশাসনিক থানা চাই
লিখেছেন লিখেছেন স্বপ্নের পিরামিড ২৮ ডিসেম্বর, ২০১৭, ১০:৪১:৩০ সকাল
সিদ্দিকুর রহমান আদিল:-
প্রথমেই একটা প্রশ্ন, আমরা কি শুধু গাছবাড়ি
বাজার
নিয়েই থানা চাচ্ছি?
না-কি কয়েকটি নির্দিষ্ট এলাকা নিয়ে থানা
চাচ্ছি? উত্তর: হচ্ছে, আমরা শুধু গাছবাড়ি
বাজার নিয়েই থানা
চাচ্ছি না।
৭নংদক্ষির বানিগ্রাম ইউনিয়ন,৮নং
ঝিংগাবাড়ি ইউনিয়ন,৯নং রাজাগঞ্জ ইউনিয়ন
আমরা এই ৩ টি ইউনিয়ন নিয়ে থানা চাচ্ছি ।
একটা ভাববার বিষয় হচ্ছে, ৯নংরাজাগঞ্জ
ইউপি জেলার কানাইঘাট উপজেলার শেষ
ইউনিয়ন আর দক্ষিণ গোলাপগঞ্জ থানার
অঞ্চল।
অর্থাৎ ৯নংইউপি স্বাভাবিক ভাবেই আমরা
আমাদের
জেলা সদর থেকে থানা সদর সর্বাধিক দূরত্বে
রয়েছি।।
এই পরিস্থিতিতে, যদি গাছবাড়ি থানা না
করা
হয় তবে,,
গাছবাড়ি বাসী কতটা অনিরাপদ,, থাকবে সে
প্রশ্ন করা বৃথা!
আর হ্যা, থানা গাছবাড়ি কেন হবে ?
উত্তর :গাছবাড়ি বাজার হচ্ছে কানাইঘাট
থানার গাছবাড়ী বাজার এ উপজেলার সর্ববৃহৎ
বাজার।উপজেলা সদরের চাইতেও এ বাজারের
আয়তন বেশি। উক্ত উপজেলার ৭ নং দক্ষিণ
বাণীগ্রাম, ৮ নং ঝিংগাবাড়ী ও ৯ নং
রাজাগঞ্জ ইউনিয়নের কেন্দ্রস্থল এ গাছবাড়ী।
এ তিন ইউনিয়নের মানুষজনের মিলনস্থল বা
কেন্দ্রস্হল হচ্ছে গাছবাড়ী বাজার। এ
গাছবাড়ীকে ঘিরে এখানকার মানুষজনের
জীবনধারা, সংস্কৃতি
এবং ঐতিহ্য ইতিহাস গড়ে উঠেছে।
গাছবাড়ী কানাইঘাট উপজেলার সর্ববৃহৎ
ব্যবসা কেন্দ্রই শুধু নয়, সিলেট জেলার একটি
গুরুত্বপুর্ণ ব্যবসা কেন্দ্রও বটে। এখানে এই
বাজারকে কেন্দ্র করে মাত্র এক কিলোমিটার
এলাকার মধ্যে শত বছরের ঐতিহ্যবাহী
একটি কামিল এম এ মাদ্রাসা, একটি কলেজ,
কয়েকটি স্কুল, কিন্ডার গার্টেন, মহিলা
মাদ্রাসা, মহিলা কিন্ডারগার্ডেন সহ এমন
কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে যা এত
অল্প আয়তনের মধ্যে গুলো
শিক্ষাপ্রতিষ্ঠানের অস্থিত্ব অনেক থানা
কিংবা উপজেলা সদরেও নেই
বললে চলে আর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শুধু যে
নামমাত্র, বিষয়টিও কিন্তু এমন নয়। এখানকার
গাছবাড়ী
কামিল মাদ্রাসা সিলেট ততা বাংলাদেশের
মধ্যে সুনাম ধন্য মাদ্রাসার এটি, আবার
গাছবাড়ী মডার্ণ একাডেমী ছাত্র-ছাত্রীর
সংখ্যার দিক থেকে এককভাবে কানাইঘাট
উপজেলার সর্ববৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান নয়
শিক্ষাদিক্ষার দিকে ও এগিয়ে এছাড়াও
এখানে আরো বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যা
এ এলাকাকে একটি সমৃদ্ধ এলাকা হিসেবে
চিহ্নিত করে।রয়েছে বিভিন্ন ধরনের
সরকারি,বেসরকারি ব্যাংকের শাখা ছাড়াও
বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানও এখানে রয়েছে।
আরো রেয়েছে গাছবাড়ি প্রাইভেট
হাসপাতাল,
রয়েছে প্রায় ৬০ হাজার জনগনের ১লক্ষ ২০
হাজার, গাছবাড়ীকে থানা করার দাবী অনেক
আগেই উঠেছিল। কিন্তু কেন জানি কি কারণে
সে দাবী আর জ্বোরালো হয়ে উঠেনি তা বুঝে
উঠতে পরিনি। বর্তমান সময়ে গাছবাড়ীকে
থানা করার দাবী আবারো জনগনের মাঝে
সময়ে দাবিগুলোর মধ্যে প্রধান দাবি
উউচ্চারিত হচ্ছে। আসলে ৭ নং দক্ষিণ
বাণীগ্রাম, ৮ নং ঝিংগাবাড়ী ও ৯ নং
রাজাগঞ্জ ইউনিয়নকে নিয়ে গাছবাড়ীকে
থানা করার দাবীটি কি অত্যন্ত অযৌক্তিক
এবং
বাস্তব সম্মত নয় কি ।
গাছবাড়ী থেকে কানাইঘাট থানা সদরের
দুরত্ব প্রায় ১৮ কিলোমিটার। আর এর
আওতাধিন ঝিংগাবাড়ী, রাজাগঞ্জ এসব
এলাকার দুরত্ব তো আরো অনেক বেশি।
রাজাগঞ্জ থেকে তো থানা সদরের দুরত্ব
প্রায় ৪০ কিলোমিটার। আর সেখানে
কানাইঘাট উপজেলা সদর থেকে তার
একটি এলাকার দুরত্ব এত বেশি।
এই দুরত্বের
বিষয়টিই শুধু নয়।সবকিছু অথ্যাৎ সমাজিক,
মানসিক, আর্থিক কথা বিবেচনা করে
গাছবাড়ি তড়িৎ গতিতে প্রশাসনিক থানা
রূপান্তর চাই
বিষয়: বিবিধ
৭২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন