গল্পঃ নিয়োগ
লিখেছেন লিখেছেন আকাশ_এমএস ২৯ অক্টোবর, ২০১৭, ০৯:৫৫:৪৬ রাত
পুলিশের স্পেশাল কাজের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হল। একজন আমেরিকান, একজন রুশ আর একজন বাংলাদেশি কর্মকর্তা। এখন তারা লোক নিয়োগ দিবেন।
আমেরিকান অফিসার চাকরী প্রার্থী ১ম যুবকের হাতে বন্দুক দিয়ে বলল, ৫০ ফিট দূরে থাকা বতুলটি ফাটিয়ে দেখাও। যুবক তিনবার চেষ্টা করে সফল হল। অফিসার বললেন একে নেয়া যেতে পারে। এর টার্গেট ভালো। ট্রেইনিং পেলে অনেক দক্ষ হবে।
এবার রুশ অফিসার দ্বিতীয় যুবককে নিয়ে একটি ১ তলা বাড়ির ছাদে উঠলেন। বললেন, লাফ দাও। ভয় পেলে তুমি বাদ, আবার পা ভেঙ্গে ফেললেও বাদ। যুবক একটু ইতস্তত করে দিল লাফ। রুশ অফিসার বললেন, হুম, এর সাহস ভালো। একে নেয়া যায়।
এবার বাংলাদেশি অফিসার ৩য় যুবককে বললেন, বসুন। বলুন, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? যুবক বলল ১৯১৩। অফিসার খুশি হলেন। তারপর বললেন, এবার বলুন খাটি বাংলা উপসর্গ কয়টি? যুবক বলল ২১ টি। অফিসার খুশি হয়ে বললেন, একে নেয়া যায়।
আমেরিকান আর রুশ কর্মকর্তা এমন নিয়োগ প্রক্রিয়া দেখে অবাক হয়ে গেলেন। রুশ কর্মকর্তা বললেন আপনি এটা কেমন এক্সাম নিলেন বুঝলাম না। আমাদের কাজের সাথে রবীন্দ্রনাথের নোবেল পুরস্কারের কি সম্পর্ক?
বাংলাদেশি অফিসারঃ কোন সম্পর্ক নাই। আমারাত এভাবেই নিয়োগ পরীক্ষা নেই।
আমেরিকান অফিসারঃ এজন্যইত তোমাদের উন্নয়নের এই গতি।
[গল্পের ঘটনা ও চরিত্র কাল্পনিক। কারো সাথে মিলে গেলে কাকতালীয় বেপার মাত্র]
বিষয়: বিবিধ
৫৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন