নতুনের সাথে; ভালোবাসার পথে,,,

লিখেছেন লিখেছেন শিখর আবেদ ১০ আগস্ট, ২০১৭, ১১:৪৯:০২ রাত

প্রতিদিনই নতুন ভাবে আবিস্কৃত হই ।

নতুন পথে হাটি ; নতুন কত কিছু শিখি।

হাজারও মূহুর্তের ভিড়ে কত্তো অকারন মিশে থাকি অপ্রয়োজনীয় কাজে ।

এমন হাজারও অপ্রয়োজনের মাঝেও কিছু অল্প প্রয়োজন ব্যাস্ত রাখে আমায় ।

যতোক্ষণ ব্যাস্ত থাকি ; ভালো থাকি !

যখনই অবসরে পড়ি ,মনে হয় শূণ্য সাগরে সাতরাচ্ছি ।

এমন শূন্যতা সবারই আসেনা ।

আমার এসেছে ,,,,

শূণ্যতা'র ব্যপ্তি কতটুকু তা বোঝাতে পারিনা কাউকে।

ভাষা আছে ; শ্রোতা নেই !

যারা ছিলো; তারা হারিয়ে গেছে !

হারিয়ে যাওয়া প্রিয়দের স্মৃতির পাতায় বাচিয়ে রাখতেই এখানে আগমণ!

আরও অনেক কিছুই রয়েছে ,,,থাকবে !

এলোমেলো পাতা , আর অগোছালো জিবনের কথা নিয়ে আসছি,,,,,

ভালোবাসা'র পথে,,,,

,,শুভ রাত্রি!

বিষয়: বিবিধ

৪৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File