চলে গেলি কী করে?
লিখেছেন লিখেছেন বন্দু তোর জন্য ২১ জুলাই, ২০১৭, ০৩:২১:১৬ দুপুর
কি করে চলে গেলি? কি করে বল?
কতনা সময় কেটেছে আমার অপেক্ষায়।
কতনা দুপুর কেটেছে আমার উদাস হয়ে।
কতনা বিকেল কেটেছে আমার স্তব্ধ হয়ে।
কত রাত গেছে নির্ঘুম চোখের
যা পাখি যা তুই আজ উড়ে,
খাচায় আর নাকিস না পড়ে;
দিলাম তোকে মুক্ত করে।
ইচ্ছেটা কে তোর আপন করে,
ডানা দুটো তোর মেলে ধরে;
আসতে পারিস ঘুরে অচিন পুরে।
বাধিস বাসা তুই সুখের নিরে।
যদি কোন দিন হয় মনে মোরে
আসিস ফিরে দিবো না ফিরিয়ে দুরে।
বিষয়: সাহিত্য
৭১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন