বিদ্রোহী নজরুল

লিখেছেন লিখেছেন সুদীপ্ত শামীম ২৭ মে, ২০১৭, ০১:০৫:০০ দুপুর

বিদ্রোহী নজরুল

সুদীপ্ত শামীম

সাহিত্যের গহীণ বনে তুমি

রয়েল বেঙ্গল টাইগার,

কাপতে থাকে বৃটিশপতি

দেখে তোমার হুংকার।

ছুতো-নাতা খোঁজে তোমার

করতে কারারুদ্ধ,

অবশেষে মিথ্যা ইস্যু দিয়ে

করল তোমায় বদ্ধ।

অনলকে কার সাধ্য বল

রাখবে নিভিয়ে,

তেমনি তোমায় পারেনি

রাখতে দাবিয়ে।

কাব্য-বাগে ফুটালে তুমি

সাম্য-মৈত্রীর ফুল,

তাইতো তোমার উপাধি হল

বিদ্রোহী নজরুল।

বিষয়: সাহিত্য

৫৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File