মুসলমান কখনই সন্ত্রাসী নয়!

লিখেছেন লিখেছেন জিন্নুরাইন ২২ মে, ২০১৭, ০১:১২:০৮ দুপুর

আরবিতে একটা প্রবাদবাক্য আছে। ইসলাম তলোয়ারে নয়, এসেছে সৌহার্দতায়। তাঁর দুটি বিরল ঘটনা আমি বর্ণনা করছি।

মহানবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাতে যখন মক্কা বিজয় হলো, তিনি চাইলে কিন্তু পারতেন অতীতের শত্রুদের কড়া শাস্তি দিতে। কিন্তু তিনি তাঁর পরিবর্তে সকলকে সাধারণ ক্ষমা করে দেন।

২য় ঘটনা। ইতিহাসে বিশ্বখ্যাঁত সেনাপতি সালাহউদ্দিন আইউবী। তাঁর হাতে আল্লাহ তা'আলা দ্বিতীয়বার বাইতুল মুকাদ্দাসের জয় দেন। তো তিনি যখন বাইতুল মুকাদ্দাসকে যুদ্ধের মাধ্যমে নিজের করতলে নিয়ে আসেন, তখন চাইলে তিনিও অনেককে শাস্তি দিতে পারতেন। কিন্তু তিনিও সকলকে সাধারণ ক্ষমা প্রদান করেন।

এ দুটি ঘটনা এটিই শিক্ষা দেয় যে, জোরদখল করে কাওকে মুসলমান হতে বাধ্য করা, এটি ইসলাম সমর্থিত নয়! এটি ইসলামের শিক্ষা নয়!!

ইসলামকে আমাদের ভালভাবে জানতে হবে, তারপর মানতে হবে।

বিষয়: বিবিধ

৫৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File