ক্রমশঃ আঁধারের পথে

লিখেছেন লিখেছেন তানভীর আহমাদ সিদ্দিকী ০৬ মে, ২০১৭, ১১:৩৭:১৩ রাত

ক্রমশঃ আঁধারের পথে...।।

আলোর যাত্রীরা পেছনে তাকায় না।

পথহারা, সেই যে হারিয়েছে দিক, পথ আর খুঁজে পায় না।

এখন কি হবে তার, সে কি আর পথ পাবে না?

কোন দীপ শিখা পথিকের পথ খুঁজে দেবে না?

তবে আর কিসে প্রয়োজন, ঐ শিখা কম্পমান?

আলোর যাত্রী যদি না ডাকে আর, তবে তার কোন অবদান-

স্মরণ করবো বল, নিঃশেষ হতে হতে, এই আঁধারের পথে?

বিষয়: সাহিত্য

৬১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File