আসুন জেনে নেই ওয়েব ডিজাইন মূল ধারণা

লিখেছেন লিখেছেন মাহবুবা আক্তার মৌ ০১ এপ্রিল, ২০১৭, ০৮:০৭:০৯ রাত

আসসালামুআলাইকুম আমি মাহবুবা আক্তার মৌ আছি আপনাদের সাথে। আজ আপনাদের ওয়েব ডিজাইন এর ধারণা সম্পর্কে কিছু ধারণা দিচ্ছি ইনশাল্লাহ । কথা না বাড়িয়ে মূল কথায় আসি । World Wide Web (WWW) এ তথ্য রাখা ও প্রদর্শনের জন্য ওয়েব পেজ হচ্ছে একমাত্র মাধ্যম । আর এই ওয়েব পেজ তৈরি ও ডিজাইনের কাজেকেই বলা হয় ওয়েব ডিজাইনি । ওয়েব ডিজাইনের মূল কাজ হচ্ছে একটি ওয়েবসাইটের জন্য বাহ্যিক অবয়ব বা টেম্প্লেট(Templet) তৈরি করা এবং এর সাথে বিভিন্ন উপাদান (Content) ও এপ্লিকেশন যেমন-লগইন সিস্টেম, নিউজলেটার, সাইন-আপ, অডিও, ভিডিও, ছবি ইত্যাদি মাল্টিমিডিয়া যোগ করে ওয়েব পেজকে বৈচিত্রময়, আকর্ষণীয় ও তথ্যবহুল করে তোলা । কোন প্রকার এপ্লিকেশন ছাড়া ডিজাইন করা ওয়েব পেজকে বলা হয় স্ট্যাটিক ওয়েব পেজ (Static Web page) এবং এর তৈরির পদ্ধতিকে বলা হয় স্ট্যাটিক ডিজাইন । আর এর সাথে বিভিন্ন এপ্লিকেশন, ডেটাবেজ, মাল্টিমিডিয়া যোগ করে ডিজাইন করা ওয়েব পেজকে বলা হয় ডায়নামিক ওয়েবপেজ(Dynamic Web page) এবং এর তৈরির পদ্ধতিকে বলা হয় ডায়নামিক ডিজাইন । ভালো লাগলে সাখেই থাকুন আগামি টিউনে কিভাবে ডিজাইন করতে হয় সে সম্পর্কে বললতে চেষ্টা করব ইনশাল্লাহ।

বিষয়: বিবিধ

৭৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File