শূন্যতার সৃতি

লিখেছেন লিখেছেন ফেরা ২২ মার্চ, ২০১৭, ০৩:১৪:৪৯ দুপুর

স্বপ্নগুলো বড্ড বেশি বেপরোয়া হয় মাঝরাতে,

অনুভূতিহীন বুকের পাজরে তাই স্বপ্নের আর্তনাদ।।

এই রাত্রির অন্ধকারে বাস্তবের দুর্দমনীয় প্রতাপে

মলিন বেশে অনুভূত তুমি আমার কল্পনাতে।।

ক্লান্তিকর দিনগুলো প্রহর গুনে রাতের অপেক্ষায়

আকাশের বুকে অযাচিত প্রেম নিভৃত বেদনায়।।

স্বপ্নগুলো হয়ে যায়, আমার বন্ধী কৃতদাস

কঠিন বাস্তবতা হয়ে যায় আমার চিৎকার ।।

অপেক্ষার বিবর্ন মুহূর্তগুলো আমার একাকীত্বের সৃতি

তবু বাক্সবন্দী স্বপ্নগুলো বাস্তবিক শূন্যতার স্মৃতি।।

বিষয়: বিবিধ

৭০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File