হাতটা বাড়াও
লিখেছেন লিখেছেন কবি মামুন আবদুল্লাহ ১৯ ফেব্রুয়ারি, ২০১৭, ০৫:১৯:২৬ বিকাল
লক্ষ টাকা খরচ কর
মেয়ের বিয়ে দিতে,
খোঁজ কী রাখো যে মেয়েটা
কাঁপছে বসে শীতে।
.
মাস পেরোলে শপিং কর
বিলাসিতার জোরে
চোখ ঘুরোলে দেখতে পাবে
কাঁপছে বুড়ো মোড়ে।
.
এমনতরো অনেক মানুষ
কাঁপছে থরোথরো
তোমরা তো বেশ সুখেই থাকো
দালান বড় বড়।
.
একটু যদি হাতটা বাড়াও
গরিব দুখীর দিকে
শীতটা তাদের ভালোই যাবে
কষ্ট হবে ফিকে।।
বিষয়: বিবিধ
৬৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন