জীবনে অধ্যায় অনেক, সময় খুব অল্প

লিখেছেন লিখেছেন হাবীব জামিল ১৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১১:৫০:৩৩ সকাল

তারুণ্যের গল্পঃ

সাইকোলজি বুঝতে চেষ্টা করি বলেই মানুষের ভিতরটা দেখতে পারি। আবেগ আর বিবেকের মিশ্রণেই আমার জীবন। মানবতাবোধ আছে বলেই সামাজিকতার ঊর্ধ্বে চলি।

যা চাই, নিখাদ চাওয়া। এর বিপরীত সব চুরমার করে ফেলতে ইচ্ছে হয়। বয়সের খেলা হয়তো। লক্ষ স্থির। বাকিটা ভাগ্যের খেলা।

বাঁচার নিশ্চয়তা কেউ দিতে পারবেন? এত স্বপ্ন! এত গল্প! সময় কিন্তু নির্ধারিত। বেঁচে থাকার ইচ্ছেটা কেউ কেউ হারিয়ে ফেলেছে। ফুল বাগানের সৌন্দর্য তখনি, যখন ফুল ফোটে। ফুল ছেঁড়ার প্রবণতা বহু মানুষের। বাগান চর্যা করে ফুল ফোটানোর প্রবণতা কত জনের আছে?

বিষয়: বিবিধ

৭৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File