ছড়া...
লিখেছেন লিখেছেন sohel rana ashiq ৩০ জানুয়ারি, ২০১৭, ০৯:৩৫:০৩ রাত
" দুপুর বেলা"
সোহেল রানা আশিক
মিষ্টি রোদে দৃষ্টি খুলে
দুপুর বেলা তাকাই,
সূর্য আকাশ মনের খাতায়
রঙ তুলিতে আঁকাই।
বৃক্ষ শাখে পাখি ডাকে
যাই শুধু শুনিয়ে,
মনের ঘরে নানা কথার
স্বপ্ন শত বুনিয়ে।
ছোট্ট হলুদ সর্ষে ফুলের
গন্ধ আসে ভাসিয়ে,
সুবাস পেয়ে মনটা আমার
দেয় একটু হাসিয়ে।
বিষয়: সাহিত্য
৮৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন