আমি'ই তাকে সৃজন করেছি
লিখেছেন লিখেছেন অ্যালেন সাইফুল ০১ জানুয়ারি, ২০১৭, ১১:৩১:০৩ রাত
খুব যত্নে আমি তাকে সৃজন করেছি !
তার পুরাণ প্রেমিকের প্রেম
তাকে উত্যক্তকারী ছেলেটার অসভ্যতা
ঝোপের আড়ালে নিয়ে কাপড় খোলা মায়ের প্রেমিকের কামনা
খেলার ছলে বুকে হাত বুলিয়ে দেওয়া বন্ধুর বাসনা
পতিতা'র শরীরের পঁচা রক্ত
রোহিঙ্গা তরুণীর চোখের জল
সরকার অনুমোদিত এক বোতল মদ
আমার মরে যাওয়া প্রেমিকার কবরের মাটি
এসবেই আমি তাকে সৃজন করেছি।
আমিই তার ঈশ্বর, আমার ঈশ্বর তিনি।
সে আমার পেমিকা, তার নাম কবিতা।
বিষয়: সাহিত্য
৮৮০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন