ফিরে এলাম এই ব্লগে-নবীন ধুমকেতু

লিখেছেন লিখেছেন নবীন ধুমকেতু ০৮ ডিসেম্বর, ২০১৬, ০১:০২:৫৭ দুপুর

(শিক্ষক হবো)

শিক্ষাই জাতীর মেরুদন্ড

শিক্ষক সেথায় নেইকো মন্দ,

কে বলে এ পেশায় শুধুই ক্রন্দন,

বন্দনা করি তাই দেখে সে মন্দন।

যখন দেখি সেই কেরানী নন্দ

স্যারের পাশে থেকে করে পছন্দ,

হাতে ব্যাগ খানা স্যারের জবান বন্ধ,

নন্দের মুখে'স্যার মাথাটা জব্বর খাব মুড়ি ঘন্ট'।

চললেন স্যার পথে শত শ্রদ্ধা

সীমিত সামর্থ মুখে ফুটে হাসি তব,

যোগ্য নই তবুও সেই শিক্ষক হবো।

যে হস্তে আঙ্গুল ঘুরিয়ে দেশটা চলে

যার জ্ঞান ধারে যশ খ্যাতির সোনা ফলে,

সে স্যার আজও পান ৫০০টাকার কুড়ে ভাড়া

চলছেন স্যার সঙ্গি শুধু অভাবের তাড়া,

স্যারের জন্য দিবস দেয় বিবেক নাড়া!

আদর্শের নীতির প্রতি স্থিতিই রবো,

আমলা নয় আমি সেই শিক্ষক হবো।

যারে ভক্তি ভরে কত কুর্নিশ ঘটে

ধন্যি গণ্যি আমলা আর সচিব বটে,

অষ্ট ঘন্টায় রুজী যার কষ্টে মিটে,

মাস শেষের অর্ধমাসে ময়না পেলে ভাগ্য বটে !

জ্ঞানী হয়েও নছিবে 'জ্ঞানের অভাব' জোটে,

কলম ছেড়ে কলাম লিখেন ক্ষতের চোটে !

সালাম জানাই হাজার সালাম বিনম্র শ্রোতে ।

সাধ্য নেই তবুও ভক্তির তরে পাশেই রবো,

আমি শিক্ষক শুধু আরাধ্য সেই শিক্ষক হবো।

বিষয়: বিবিধ

৮০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File