ব্লগের সাইটমাস্টারদের প্রতি অভিযোগ

লিখেছেন লিখেছেন মুশাররাফ হোসেন সৈকত ১৬ নভেম্বর, ২০১৬, ১২:২১:৫২ দুপুর

ব্লগটিতে প্রযুক্তিগত সমস্যার মধ্যে যা দেখলাম, তা হলো

=ব্লগটিতে রেজিস্ট্রেশন করার পরে কনফারমেশন ইমেইল না পেলে আবার পাঠানোর কোনো লিংক নেই। যা রেজিস্ট্রেশনকে খুব ঝুকিপূর্ণ করে।

=ব্লগটিতে ব্লগারদের লিস্ট সম্বলিত কোনো পেজ বা ড্রপ ডাউন লিস্ট নেই। যার জন্য ব্লগারদের নাম সার্চ না করে পাওয়া যায়না।

=ব্লগটিতে রেজিস্ট্রেশনের সময়ে ইংরেজি নামের টেক্সটবক্সে যা টেক্সট দেওয়া হবে, সেটাই ব্লগের ইউআরএলে স্থাপিত হয়। ফলে যে বড় সমস্যা হয়, সেটা হলো যে ইংরেজি নামে স্পেস অক্ষর দিলে সেটা ইউআরএলে স্থাপিত হওয়ার ফলে লগইন ও কনফারমেশন করা যায়না। এজন্য নতুন করে একই নামে আরেকটি অ্যাকাউন্ট খুলতে হয়েছে ইংরেজি নামে আন্ডারস্কোর বসিয়ে, যা ইউআরএলে স্পেস বা ফাকা অংশের বিকল্প।

বিষয়: বিবিধ

৮৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File