আমদের দেশ
লিখেছেন লিখেছেন গাল্লু মামা ৩১ অক্টোবর, ২০১৬, ০৮:২৫:১৫ রাত
অদ্ভুত একটা জাতি আছে বিশ্বে!
তারা নিজ সন্তানের জন্য মাস্টার
খুঁজতে গেলে যাচাই করে টিচার ইঞ্জিনিয়ারিং,মেডিকেল নাকি ভার্সিটির? সেক্ষেত্রে সর্বোচ্চ শিক্ষিত,যত্নবান খোঁজে।
কিন্তু এই দেশে অগণিত স্কুল, কলেজ আছে। আর ওই সকল স্কুল, কলেজের কাজ হল, শিক্ষা কে কেন্দ্র করে ব্যবসা করা.....
আর আমাদের অভিভাবকগন কোন চিন্তা না করেই সন্তানকে পাঠাচ্ছে ওইসব ব্যবসাপ্রতিষ্ঠানে....
হায়রে অভিভাবক!!!!
হায়রে শিক্ষাব্যবস্থা!!
বিশ্বের এই অষ্টম আশ্চর্য জাতির নাম
বাঙালি জাতি!!
এরা শিক্ষা কেও পন্য মনেকরে......
বিষয়: বিবিধ
৮২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন