♥♥♥♥ভালবাসি♥♥♥♥

লিখেছেন লিখেছেন কেমিস্ট্রি বয় ২৯ অক্টোবর, ২০১৬, ০১:৫০:০৬ রাত

ভালবাসার মানুষটি সত্যি সবার থেকে আলাদা।সে যেন সবার মাঝে থেকেও সবার ওপরে।চোখ বন্ধ করলে তার অস্থিত্ব ভেসে ওঠে চোখের সামনে।তাকে জড়িয়ে ধরার মুহুর্ত,উফ!সে এক অসাধারণ ফিলিংস।তার কপালে আলতো ভাবে kiss করে তাকে "I LOVE YOU" বলার পর যখন প্রতিউত্তরে তার মুখ থেকে "I LOVE YOU "শুনি তখন মনে হয় এটাই বুঝি পৃথিবীর সেরা বাক্য।তার হাত টি ধরে বহু দূর চলার পরও মনে হয় যেন এই মাত্রই তো হাটা শুরু করলাম।আরও অনেক পথ পেরোলেও তখনও ক্লান্তি গ্রাস করবে না।ছোট ছোট কথায় তার অভিমান করা,নাক ফুলে লাল হয়ে যাওয়ার পরও যেন তাকে আরও বেশী সুন্দর লাগে তখন মনে হয় তাকে এই বুকে সারাটা জীবন জড়িয়ে রাখি।আমি ভূল করলেও তাকে Sorry বলতেও খারাপ লাগেনা কারণ Sorry বলা মানে তার কাছে ছোট হওয়া নয় বরং সর্ম্পটাকে সবকিছুর উর্ধ্বে দেখা।তাই গলা জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করে ভালবাসি অনেক বেশী ভালবাসি তোমায়।

বিষয়: সাহিত্য

৯৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File