আমরা শালা একার দল!

লিখেছেন লিখেছেন সজল আহমদ ১২ অক্টোবর, ২০১৬, ১০:১২:৩০ রাত

একা চলছে পথঘাট,

মাঝে মধ্যে অজগরের মত বিশাল মোড়,

একা নদী বয়ে চলছে।

একাকী সাগর কুলকুল বয়,

একাকী মোল্লার বৌ,

মোল্লা মরেছে দুমাস হলো।

তারচে একা আমি,

আমি শালা একাই রয়ে গেছি!

একা প্রেমে বিফল হওয়া তরুণ,

একাকী চাতক সঙ্গী খুঁজে,

একাকী রাকিব ভাই,তারা গুনে।

একাকী পারী মামা,গিটারে সুর তুলে।

একাকী আমার ভাই,স্বপ্ন বুনে,

আমরা শালা গুষ্টি বলানোতে নেই,

আমরা শালা একাই রয়ে গেলাম!

একাই আমাদের বৌ,

একাকীত্বর সাথে বাসর করি,

একাকীত্বকে পোষ মানিয়েছি,

একাকীত্ব মেনে নিয়েছি!

আমরা শালা একার দল।

বিষয়: সাহিত্য

৯৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File