বাবাকে নিয়ে আমার ডাইরির একটি পাতা

লিখেছেন লিখেছেন রুপক নিলয় ০৯ অক্টোবর, ২০১৬, ০১:১৮:৩৫ রাত



আমার বাবা যেদিন সর্বপ্রথম হার্ট এট্যাক করে,,,সেদিন আমি আমার জীবনের সবচেয়ে তৃপ্তিকর ঘুমে আছন্ন ছিলাম।।

এমন ঘুম আমি আমার জীবনেও যাইনি,,,আর সেদিনের পর থেকে আমার জীবনে এমন তৃপ্তিকর ঘুম আসেনি।

আর আসবে কিনা সন্দেহ্।।।

মা আমাকে বার বার ডাকছে বাবা উঠে পড় তোর বাবার বুক ব্যাথা করছে,,তুইতো বড় ছেলে তুইতো তোর বাবাকে হাসপাতালে নিবি উঠে পড়।।

আমি এতটাই গভীর ঘুমে আছন্ন ছিলাম যে মার কান্নার শব্দে আমার ঘুমের টিকিটাও ছুতে পারেনি।।।

ঘটনার দুই ঘন্টা পরে আমার ঘুম ভেঙ্গেছে।।

কত কথাই না মাকে বলেছি,,, তোমাদের জন্য কি একটু শান্তিতে ঘুমাতে পারবো না,,,

ইত্যাদি ইত্যাদি।।।

বাবা অসুস্থতার মোধ্যে ও মাকে না করছে থাক না আমার ছেলেটা ঘুমাক।।

ওকে ডেকো না।।

তারপরে যা হবারর হয়েছে।।।।

দীর্ঘ পাচঁ বছর বাবা মায়োকার্ডিয়ালী ইনফেকসনের সমস্যা নিয়া পৃথিবী থেকে বিদায় নিলো।

আজ বাবা নেই তবে বাবার অভাবটা ফিল করছি।

আর প্রতিটা ক্ষনে ক্ষনে অনুসুচনা করি।।

সেদিন কেনো আমি এতো গভীর ঘুমে আছন্নন ছিলাম।।

আমার গভীর ঘুম আমার জন্য কি ভয়াবহতা নিয়ে আসছে আমি বুজিনি।

আমি বুজিনি জীবন মৃত্যুর সাথে লড়াই করেও বাবা আমার আরামের কথা ভেবে মাকে ডাকতে বারন করেছে।।

আমি সত্যি জানতাম না দুইঘন্টা পর আমার জন্য কি অপেক্ষা করছে।।

সেদিনের পর থেকে প্রাই আমাকে ঘুমের ঔষোধ খেয়ে ঘুমাতে হয়।

প্রায় পান করতে হয় আমাকে এ্যালকহোল মিশ্রিতো পানি,,,,শেষ করতে হয় প্যাকেটের পর প্যাকেট তামাক।।।

আমি প্রতি নিয়তো নিজের বিবেকের কাছে দংশিত হচ্চি।।।

প্রতিটি সময় আমি ভুগি নির্লজ্জতা নামক

শ্বাসকষ্টে,,কতটা অন্যায় করেছি সেদিন বাবার সাথে।।।

হে আমার রব আপনি আমাকে এ কেমন সাজা দিচ্চেন?

প্রতিটাক্ষনে আমি জ্বলছি,,,সেই আগুনে।

আজ ফেসবুকের এক বন্ধুর পোষ্টে গভীর ঘুম কথাটা আমাকে আমার সেই অভিশপ্তো ঘুমের কথা মনে করিয়ে দিলো।।।

হয়তো সারাজীবন আমাকে এটা বয়ে বেড়াতে হবে।।।।

হয়তো আমার ভবিষৎ প্রজর্ম্ম, আমার ক্লান্তি লগনে, তারাও কোন না কোন ভাবে গভীর ঘুমিয়ে থাকবে।।।।

রগচটা মেজাজ নিয়ে তারা হয়তো বলবে,,

কি হয়েছে কে মরছে,,,,তোমাদের জন্য কি

একটু ঘুমাতে পারবো না???

বিষয়: বিবিধ

৭৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File