আমার এক শিবির মামা ছিলো,,, অতঃপর
লিখেছেন লিখেছেন সাব্বির আহমেদ ১ ২১ অক্টোবর, ২০১৬, ০৬:২৬:২০ সন্ধ্যা
সাপ্তাহিক বন্ধ হওয়াতে আমার ডিউটি নেই,সেই সুবাদে ভোর রাতে ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে আরেকটা ছোট করে ঘুম দিলাম,আমার আগেই প্লান ছিল মামার কাছে যাবো, উঠে পড়লাম মামার কাছে যাওয়ার উদ্দেশ্যে, মেঘের জন্য সূর্যটা দেখা যাচ্ছে না, পাখির ডাকাডাকিও ততক্ষণে বন্ধ, রেডি হয়ে বেড়িয়ে পরলাম, রিক্সায় চেপে চললাম আমার গন্তব্যে,
পথে যাওয়ার সময় একটু ক্ষুধা ক্ষুধা অনুভব করলাম তাই রিক্সাটা থামিয়ে হালকা কিছু নাস্তা করে নিবো তাই রিক্সাটা সাইডে থামিয়ে নাস্তাটা সেরে নিচ্ছি, সাথে চালককেও নিয়ে নিলাম নাস্তা করার জন্য, নাস্তা শেষে বিল পরিশোধ করে চললাম গন্তব্যে, খানিক পরে পৌছে গেলাম আমার গন্তব্যে ভাড়া পরিশোধ করে সিঁড়ি বেয়ে চলে গেলাম মামার বাসার দরজার সামনে,
কলিং বেল চাপতেই দরজা খুলে মামা হাজির সাথে একটা মূল্যবান হাসি, যা ই হোক অনেক দিন পর মামার সাথে দেখা,
গল্পসল্প শেষ করে মামাকে আমার প্লান এর কথা জানালাম, বললাম আপনাকে আমি একটা নির্দিষ্ট রাস্তায় ১০ মিনিটের জন্য আপনার নাম বলে ডাকবো আর এই এই হবে আপনি রাগ হবেন না, আর এও বললাম আমি যখন আপনাকে আপনার নাম ধরে ডাকবো তখনি আমরা যে ভাবে পারি সে ভাবেই দৌড় দেবো, ওই স্থান ত্যাগ করবো, মামা রাজি, মামার প্লানটা খুব মজা লেগেছে, খুব সতর্কভাবে প্লানটা শেষ করতে হবে,
আমরা বেরিয়ে পরলাম বাহিরে, অনেক জায়গা ঘুরার পর আমাদের প্লান করা নির্দিষ্ট জায়গাটা পেলাম, আকাশটা সকাল হতেই মেঘলা, বৃষ্টি আসবে আসবে ভাব, আমাদের বিপরীত দিকে টহল পুলিশের গাড়ি থামানো,সবাই ভিতরে বসে আছে, ততক্ষনে আমরা বিপরীত দিকে দাঁড়িয়ে, যেই বৃষ্টি আসবে আসবে ভাব আমি তখনি এই শিবির এই শিবির বলে চিৎকার করে ডাকতে থাকি, গাড়ি থেকে সব পুলিশরা নেমে খুঁজতে থাকে কোথায় শিবির শিবির বলে ডাকছে,
ততক্ষনে বৃষ্টি নেমে গেছে, আমরা দৌড়ে আমাদের নিরাপদ স্থানে পৌছে গেলাম, আর পুলিশরাও বৃষ্টির জন্য গাড়িতে উঠে পরেছে, বৃষ্টি থামার পর আমরা আমাদের মতো করে সেই পুলিশের গাড়ির সামনে দিয়ে অতিক্রম করতে লাগলাম, যাওয়ার সময় পুলিশদের ছোট করে সালাম দিয়ে গেলাম,
বিশেষায়িত কথা : শিবির মামার নামটা নানা নানিই রেখেছে, তবে মামা ঢাকা আসার পর তাঁর ডাক নামটা দেয়নি, অন্য নাম দিয়েছে, ভালই হয়েছে দেশের যা অবস্থা,
এটা শুধুই নিছক গল্প, এমন বাস্তবে ঘটবেও না, এখন আর এমন নাম কেউ রাখবেও না, আর কেউ এমন কাজ করবেও না, সাথে সাথে বৃষ্টিও আসবেনা,
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গল্পটা লিখা।
বিষয়: বিবিধ
৮৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন