রহস্যময় মানব জীবন!
লিখেছেন লিখেছেন রায়হান আযাদ ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:০০:৪৫ সকাল
আমাদের জীবনে পরিচালনা করতে বিভিন্ন সময় কঠিন বাস্তবের সম্মূখীন হতে হয়। পৃথিবীর সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে জীবন পরিচালনা করতে হয়।
সঠিক সিদ্ধান নিতে ব্যর্থ হলে জীবনের গতি বদলে যায়, ফলে সুপথের পরিবর্তে বিপথে পরিচালিত হয়।
চলতে চলতে জীবনের গতি অনেক সময় স্থবির হয়ে পড়ে আবার সেখান থেকে নতুন করে গতি দিতে হয়। নিজেকে মানিয়ে নিতে হয় আশ পাশের পরিবেশের সাথে।
নানা প্রতিকুলতা সত্বেও জীবন সংগ্রাম করে চালাতে হয় আপন গতিতে। সুখ দঃখ জীনের একটি অংশ , উভয় সময় পাড়ি দিতে হয়। সুখের সময় মত আনন্দে উৎফুল্ল থাকলে ও দুঃখের সময়টা অনেক বেদনা নিয়ে কাটে।
এ সময় অনেকে ভেঙ্গে পড়ে । সুখ দুঃখকে কে সঙ্গী করে জীবনের পথ পাড়ি দিতে হয়। এটাই পৃথিবীর নিয়ম ।
আমাদের মন অনেকটা নদীর মত। নদীর জল যেমন এক জায়গায় স্থির থাকে না তেমনি মনও স্থির থাকে না । একেক সময় একেক রকম ইচ্ছার জন্ম হয়। যার উপর ভিত্তি করে মনের অবস্থার পরিবর্তন হয়ে থাকে। আনন্দ-বেদনা, ভাল লাগা, খারাপ লাগা, ক্ষোভ, রাগ, অস্থিরতা , উদ্দীপ্ত হওয়া ইত্যাদি অনুভূতির সৃষ্টি হয়ে থাকে।
ফলে নানা উপসর্গ জন্ম নেয় যেমনঃ-
• সার্বক্ষণিক শূন্যতাবোধ।
• বিষণ্নতা বা অতিরিক্ত চঞ্চলতা।
• হঠাৎ কথা বলার মাত্রা বেড়ে যাওয়া।
• ঘুম কম হওয়া,, ইত্যাদি।
মনে রাখতে হবে মাথা ব্যথার সমাধান কিন্তু মাথা কেটে ফেলা নয় । তাই কাল, পাত্র, স্থানভেদে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে কঠিন সময়কে মোকাবেলা করতে হবে।
বিষয়: বিবিধ
৫৬২ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন