ভারত নাকি পাকিস্থান ???

লিখেছেন লিখেছেন জ্ঞান ক্ষুধা ০১ অক্টোবর, ২০১৬, ০৬:৫৯:৩১ সন্ধ্যা

অতি প্রাচীন কালে কি ছিল তা নিয়ে মতবিরোধ থাকতে পারে কিন্তু ভারত বর্ষ একত্র করে মুলত মুঘলরা এই ভারত বর্ষে বিভিন্ন জাতি গোষ্ঠির বাস তার মধ্যে বাঙ্গালী জাতি অন্যতম এই বঙ্গ আবার এখন দুভাগ একটা অংশ বাংলাদেশ আর একটা অংশ পশ্চিম বঙ্গ। তবে ধর্মের ভিত্তিতে পশ্চিমবঙ্গ শাসন করে ভারত আর এই বাংলাদেশ এক সময় শাসন করত পাকিস্থান কিন্তু তাদের অন্যায় অত্যাচারের কারনে বাংলাদেশ তাদের শাসন বর্জন করে আজকে স্বাধীন। (পশ্চম বঙ্গ স্বাধীন হবে এটা আমার আশা)

কিন্তু আজকে স্বাধীন হওয়ার পরও কেমন জানি পরাধীনের হাওয়া বইছে বাংলাদেশের বাতাসে আকাশে, প্রায় প্রতিটা মানুষ তার নিজের মধ্যে ভারতপ্রীতি নয়ত পাকিস্থানপ্রীতি আটকে রেখেছে সময় পাইলে তা ঝাড়ে। আমাদের দেশের জন্য ক্ষতিকর কোন কাজ যদি ভারত করে সেই কথা বললে অনেকেই বলে পাকিস্থান যা আবার ভারতের সুনাম গাইলেই বলে তুই দালাল মানে হইল আমরা বাঙ্গালী জাতীয়তা হারায় ফেলতেছি। এমন কি দেশের বড় দুটি রাজনৈতিক দল যারা কিনা পৃথক দুই দেশের হয়ে কাজ করে। আমাদের নিজস্বতা বলে কি কিছু থাকল। প্রতিবেশী দুই দেশ নিয়ে এত মাতামাতি কেন? যেখানে নিজের দেশ আজকে বিভিন্ন সমসায় জর্জরিত সেখানে অন্য দেশ নিয়ে তর্ক তাদের এজেন্ডার মত কাজ করা। আমদের নিজেদের নিয়ে ভাবার সময় এখন অন্য দেশের সুবিধা অনুযায়ী কাজ বন্ধ করতে হবে হোক সে ভারত পাকিস্থান বা চীন

বিষয়: রাজনীতি

৭৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File