ভাবনা-০১
লিখেছেন লিখেছেন নিল কলম ১২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০:০৩ রাত
কিছু মানুষ আছে যারা জীবনের খুটিনাটি বিষয় ভাবে না। এই না ভাবাটাই তাদের ভুল।এই ভুলের কারনে তাদের মন আস্তে আস্তে ধ্বংস হতে থাকে। তারা যে ধ্বংস হচ্ছে সেটা তারা বুঝতেই পারে না।ধ্বংস হয়ার পর তারা বুঝতে পারে তারা খুটিনাটি মিলিয়ে কতো বড় একটা ভুল করেছে।তখন তারা বঝতে পারে সেই বিখ্যাত উক্তিটির মর্ম। বিখ্যাত উক্তিটা হল,"ভাবিয়া করিও কাজ,করিয়া ভাবিও না"।
আমার মনে হয় আমাদের সবার জীবনের খুটিনাটি বিষয় নিয়ে ভাবা উচিৎ।
বিষয়: বিবিধ
৭০৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন