জামায়াত নিষিদ্ধের অন্তরালে !
লিখেছেন লিখেছেন শাহজালাল ব্লগার ৩০ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:১৮:৫৯ রাত
"গণতান্ত্রিক দল নিষিদ্ধ" না"জামায়াতে ইসলামী নিষিদ্ধ"
জামায়াত শিকড় বিহীন গনবিচ্ছিন্ন কোন দল নয় ---
প্রতিটি জেলায় ,উপজেলায় ,ইউনিয়ন , গ্রাম ,মহল্লায় জামায়াতের কোটি কর্মী - সমর্থক ছড়িয়ে - ছিটিয়ে আছে । তাদের কোন ভাবেই টাকা-পয়সা দিয়ে কেনা ও যায়না । তাদের অবস্থা ও অবস্থান এমন নয় যে টান দিয়ে তাদের মূলোৎপাটন করতে পারবে । এই অবৈধ সরকারের আমলে তারা শুধু মারই খেয়েছে , তারা কিছুই করেনি । যা করেছে তা শুধু মাত্র প্রতিরোধ ।
✗✗✗✗এমনিতেই গত সাত বছর জামায়াতের সাথে এই অবৈধ সরকার কোন বৈধ গণতান্ত্রিক আচর করেনি ।
☞☞☜গণতান্ত্রিক দলের দৃষ্টি আকর্ষণ ☜☜☜
জামায়াতের ব্যাপারে বিশ দলীয় জোটের নেতৃত্ব দান কারী বিএনপি কিংবা অন্যান্য কোন দলের প্রতিক্রিয়া এখনো দেখা যায়নি । দেশের সামগ্রীক রাজনীতি ও গণতান্ত্রিক মূল্যবোধ ও গণতন্ত্র চর্চার ক্ষেত্রে জামায়াত কে নিষিদ্ধ করার প্রভাব কি হতে পারে । সেটাই এখন চিন্তার বিষয় ।
☞☞এই অবৈধ সরকারের আচরণে যে নিষ্ঠুরতা দেখা যাচ্ছে তাতে গণতন্ত্র মনা রাজনৈতিক দলগুলোর ঐক্য যদি দৃঢ় না হয় তাহলে জামায়াত কেন অন্য কোন রাজনৈতিক দলের অস্তিত্ব ভবিষ্যৎ নিরাপদ থাকবে কিনা , সেটাই ভাবনার বিষয় !!!!!
বিষয়: বিবিধ
৮৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন