হাড়িয়ে যাওয়া স্মৃতি

লিখেছেন লিখেছেন মোঃ সাইফুল ইসলাম সান্ত ১৪ সেপ্টেম্বর, ২০১৬, ০২:০৯:৪৪ রাত

যখন তুমি আমার জীবনে ছিলে, তোমাকে কখনো গুরুত্ব দেই নি।

ভাবতাম তুমি অকারনে বড় বিরক্ত করো।

কথায় কথায় ফোন করা,

এখন আর কেও ছোট ছোট কথায় বিরক্ত করে না......

কিন্তু কেন যেন আজকাল খুব বিরক্ত হতে ইচ্ছা হয়।

তোমার ছোট ছোট আবদার গুলো পালন করতে ইচ্ছা হয়।

তোমায় তোমার মত করে ভালবাসতে ইচ্ছে হয়।

জানি আজ তুমি আমার নও। কারো সংসার নিজের মত করে গুছিয়ে নিয়েছ।

ময়্নাপাখি আমি এও জানি তুমি আমায় এখনও ভালোবাসো।

কিন্তু এখন আর ফিরে আসবে না। কারন তুমি ওয়াদা করলে তা পালন ও করো

তাইতো আমায় করা ওয়াদা পালন করতে তুমি আজ অন্য কারো ঘরের গৃহিণী।

হয়ত এখন তুমি ভালোই আছো। অথবা কারো বুকে মাথা গুঁজে চোখের জল ঢাকো।

তখন বুঝিনি আমি তোমার মর্ম, আর এখন শুধু চোখের জলে লিখে যাই ফিরে এসো........................

জানি তুমি আসবে না, তবু এ মন তোমার অপেক্ষায় আছে,

যদি পার এ অভাগাকে মাফ করে দিও.....................

এভাবেই আমাদের ছোট ছোট ভুলে হারিয়ে ফেলি আমাদের প্রিয়জনকে। জীবনের দিকে আরেকবার ফিরে তাকান, আরেকবার ভেবে দেখুন, যাকে হারাচ্ছেন সে আপনার অনেক আপন কেও তো নয়? আসেন আর একবার আমরা ভালবাসার হাত বাড়াই। ভুলে যাবেন না আজ যাকে কষ্ট দিচ্ছেন কাল তার জন্যই এ মন ব্যাকুল হবে....! সমাপ্ত

তবে আমার বেলায় নয়

মোঃ সাইফুল ইসলাম

(সান্ত)

বিষয়: বিবিধ

৯০২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File