প্রেম ভালোবাসাকে নয় ক্যারিয়ারকে গুরুত্ব দিন
লিখেছেন লিখেছেন Ebne Tahsan Masum ১০ সেপ্টেম্বর, ২০১৬, ০১:৫৩:৪১ দুপুর
আধুনিক যুগের যে তিনটি বিষয়ের সাথে যে
বা যারা তাল মেলাতে পারছেন না , সে
বিষয় গুলো হচ্ছে সিগারেট খাওয়া , প্রেম
করা বা লাইন মারা , ফালতু জায়গায়
নিজের মূল্যবান সময়টুকু ব্যয় করা । যাদের
এই তিনটির মধ্যে কোনটির সাথেই কোন
প্রকার সম্পৃক্ততা নেই তারা নিজেদের খুব
ভাল একটা জায়গায় অবস্থান করিয়েছেন
বা করাবেন এটা বলা বাহুল্য । আর যাদের
এই তিনটি বিষয়ের সাথে খুব ঘনিষ্ঠ তারা
জীবনে কিছু পাক আর না পাক হতাশা
জিনিসটা ঠিকই পাবেন । কারন এটাই
থাকবে তাদের নিত্য দিনের সঙ্গী । একসময়
ঠিকই সব হারিয়ে তারা নিজেদের
আবিষ্কার করতে পারেন কিন্তু তখন তাদের
প্রাপ্তি চোখের পানি ছাড়া আর কিছুই
থাকে না ।
বুদ্ধিমান তো তারাই যারা এই তিনটি
বিষয় থেকে নিজেদের নিরাপদ দুরত্বে
বজায় রেখেছেন ।
প্রকৃতপক্ষে এটাই সত্য আপনি যে সময়ে
নিকোটিনের ধোয়া উরিয়ে কোন এক
প্রিন্সেসকে সাথে নিয়ে ফালতু সময়
কাটাচ্ছেন ,, ঠিক সময়েই অন্য একজন নিরলষ
পরিশ্রম করে নিজেকে তৈরী করে যাচ্ছেন
হাজারো প্রিন্সেসের বাবা মাকে নিজের
পিছনে লাইন ধরানোর জন্য । জীবনে
উল্লাশ আনন্দ করার সময় থাকে অফুরন্ত ,
কিন্তু ক্যারিয়ার গড়ার সময় থাকে সীমিত
। আর এই সীমিত সময়ে যে নিজেকে
ঠিকঠাক ভাবে কাজে লাগাতে পারছেন
সেই ই হতে পারছেন বা পারবেন ভবিষৎ এর
অবস্থানকারীদের একজন । জীবনের বড় বড়
স্বপ্ন গুলোকে পূরন করতে হলে অব্শ্যই
আপনাকে বন্ধুরা যেসব করছে সেসব থেকে
দূরে থাকতে হবে । মনে রাখবেন কিছু
পেতে হলে আপনাকে কিছু ত্যাগ তো
করতেই হবে । আপনার যেসব বন্ধুরা আজ এই
তিনটি বিষয়ের সাথে লিপ্ত আছেন তারাই
একদিন আফসোস করবে কেন তারা আপনার
মত হলো না ।
আমার দেখা এমন অনেক জনই আছেন যারা
আজ এই তিনটি বিষয়ের সাথে সম্পৃক্ত ছিল
না বলেই ভালো জায়গায় অবস্থান করছেন ।
মোট কথা জীবনে বড় হতে হলে অব্যশই
আপনাকে এসব থেকে দূরে থাকতে হবে ।
বিষয়: বিবিধ
৬৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন