যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় আবার যুদ্ধ হবে
লিখেছেন লিখেছেন থেমে যাওয়া কলম ৩১ আগস্ট, ২০১৬, ০৮:১৫:৪৩ রাত
যদি আমার দেশের
সীমানা বন্ধু মুছে
দিতে কেউ চায়
যদি আমার মাটির ধন-
সম্পদ লুটে নিতে কেউ
চায়
যদি আমার পাহাড়ে
আমার সাগরে ভেড়ায়
লোভের চোখ
আমি প্রতিবাদে
জ্বলে উঠবোই তবে যা
হবার তাই হোক
এই শান্ত সবুজ
পতাকায় যদি পড়ে
শকুনের থাবা
এই সুপ্ত-বারুদ জাতি
নিয়ে ফের খেলে যদি
কেউ দাবা
কোটি মানুষের প্রাণের
কুটিরে আগ্রাসনের
হাত যদি কেউ বাড়ায়
তবে.....
আবার যুদ্ধ হবে,
আবার যুদ্ধ হবে,আবার
যুদ্ধ হবে,আবার যুদ্ধ
হবে।
যদি ষড়যন্ত্রের জাল
ফেলে কেউ আমার
দেশকে ঘিরে
রেসকোর্সের তপ্ত
ভাষন আবার আসবে
ফিরে
দুশমন যদি খর্গ চালায়
নকল বন্ধু সেজে
কালুর ঘাটের দৃপ্ত
ঘোষনা আবার উঠবে
বেজে
সেই স্বাধীনবাংলা
বেতারকেন্দ্র আবার
গর্জে উঠবে
আর বাংলামাটির সূর্য
সেনারা রাইফেল হাতে
ছুটবে
হোক নমস কিংবা
নবঝড় জাতি জীবন
মরন লড়াই করেই
মুক্ত রবে.....
আবার যুদ্ধ হবে,
আবার যুদ্ধ হবে,আবার
যুদ্ধ হবে,আবার যুদ্ধ
হবে।
যদি ইট পাথরের দূর্গ
দেয়াল ভেংগে ভেংগে
যায় পড়ে
শহীদ তীতুর বাঁশের
কেল্লা আবার তুলবো
গড়ে
যদি রক্তের নদী
পেড়িয়ে আবার নতুন
রক্ত ঝরে
সেই ভাংগা কেল্লায়
উড়াবো নিশান আবার
নতুন করে
এই মুসলমানের
অভয়ারন্যে কাউকে
দেবোনা ঢুকতে
মোরা পাথরের নয়
পাঁজরের বাঁধ গড়বো
তাদের রুখতে
কোন তাবেদার, কোন
গাদ্দার যদি
মীরজাফরের সেই
কালোপথ মাড়ায় তবে.....
আবার যুদ্ধ হবে,
আবার যুদ্ধ হবে,আবার
যুদ্ধ হবে,আবার যুদ্ধ
হবে।
মোরা পৃথিবীর কোন
পরাশক্তির মানিনা
খবরদারী
কোন শৃংখল কোন
অবরোধ কোন হুমকি বা
হুশিয়ারী
এই পৃথিবীর বুকে বন্ধু
সবাই, প্রভূ নয় কেউ
কারো
দখল, শোষন,
উৎপীড়নের সব
পায়তারা ছাড়ো
মোদের ইতিহাস আছে
সম্মান আছে না থাক
বস্ত্র অন্ন
এই দেশের জন্য
লড়েছি আমরা, মরেছি
ভাষার জন্য
যদি জল-স্থল কিবা
অন্তরীক্ষে কেউ
আমাদের বাধার শিকল
পড়ায় তবে....
আবার যুদ্ধ হবে,
আবার যুদ্ধ হবে,আবার
যুদ্ধ হবে,আবার যুদ্ধ
হবে।
বিষয়: বিবিধ
৯২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন