প্রেয়সি ও বাবরি চিুল
লিখেছেন লিখেছেন হুদহুদের দৃষ্টিপাত ০৪ আগস্ট, ২০১৬, ০৮:২৫:৫৯ সকাল
প্রেয়সি ও বাবরি চুল
~~
হুদহুদের দৃষ্টিপাত
~~~~
ওরা কেন বারে বার দেয় শকূনী দৃষ্টি!
গিলে খেতে চাই আমার প্রেয়সিকে?
ওরা আমার অন্দরে ঢুকে চলছে দীপ্ত পায়,
মোরা চুপ, বাহ! বাহ! তালিতে স্বপ্নে সিঙ্গাপুর
ওরা দাবড়িয়ে ছুটছে আমার বক্ষে;
আমার পাজর চুচির করে;
আমরা "দাদা প্রেমে" উদার উদাসে
আজো আছি বসে,
ওরা ধুষর গ্রীষ্মে
আমাদের পিপাসায় হাহাকারে
ভালবেসে সুখে!
জোয়ার ভাটার স্রোতস্বিনী
করে চুচির তছনছ!
ওরা ভরা বর্ষায় সব স্রোত দুয়ার
খোলে, উদার হস্তে, মিঠাই পিপাসার তৃপ্তি
ডুবায় প্রেমের ছুয়ায়!
আমরা মহা সুখে; লাশের ভেলায় ভেসে
গায় ভালবাসার উপকার!
সবতো সাজিয়ে রেখেছি
ডালিয়ায় দাদার তৃপ্তিবোধে,
হায়!
আমার একটু বাবরি চুল
এবার দাদার কু-নজর কাড়ে!
আমার মন্ড নেড়ে
দাদা স্বাধ চাই "তালের শাঁস"
দাদার প্রেমে , মাতৃভক্তিতে
খোলেছি দুয়ার,
আমরা উদার উচ্ছাসে
খোলে দিলাম অন্দর
দীপ্ত পদভারে মূখরিত
প্রেয়সির বুক জুড়ে
চার দিকে কোলাহল।
এভাবে যদি আমার প্রেয়সির
অন্দর জুড়ে, আনাগুনা থাকে,
জানিনা; কবো আমার প্রেয়সিকে নিয়ে
দেয় কিনা নিরুদ্দেশে হানা ! ?
বিষয়: সাহিত্য
৯৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন