মন্ত্রীসভা নাকি পাগলাগারদ?

লিখেছেন লিখেছেন ফরহাদ আলী ইমন ৩০ জুন, ২০১৬, ১১:৫৭:৪৯ সকাল

সংসদ এবং পাগলাগারদ এইভদুইটা বিষয়ের সাথে আমরা সবাই ভালো ভাবেই পরিচিত।নতুন করে পরিচিত হবার কোনো প্রয়োজন নেই।

তবে খুব শিগগিরি হয়ত একটা সূত্র প্রমাণিত হতে পারে যার প্রমাণদাতা স্যার ফরহাদ হলেও অবাক হবার কিছুই থাকবে না।

দিন দিন যেই অবস্থা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সংসদ পাগলাগারদে রূপারন্তুর হতে বেশি দেরি নেই।

হয়ত সূত্র এমন ও হতে পারে যে "সকল পাগলই সংসদ সদস্য কিন্তু সকল সংসদ সদস্য পাগল নয়"- প্রমান কর।

তার কারন-

১- এক সংসদ বললেন মানুষ নাকি ধাক্কা মেরে রানা প্লাজা ফেলে দিয়েছে।হয়ত এককালে তা সম্ভব হতেবপারে

২- আরেকজন সংসদ সদস্য শোলাকিয়া ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে বললেন "ইনশাহ আল্লাহ আগামীকাল ঈদ উল ফিতর এর নামাযে জানাজা অনুষ্ঠিত হবে" ঈদের যে মৃত্যু হয় জানা ছিল না।

৩- সংসদে দাঁড়িয়ে আরেকজন বললেন "বাংলাদেশের কোথাও এখন আর লোডশেডিং হয় না' আমার স্পষ্ট মনে আছে এর আগের দিন আমার এলাকায় সম্পূর্ণ দিন বিদ্যুত ছিল না।

৪- সংসদে দাড়িয়ে আরেকজন বললেন "জিয়াউর রহমান মুক্তিযোদ্ধের সাথে একটুও সংযুক্ত ছিল না"

আমি স্পষ্ট শুনেছি "আমি মেজর জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি"

আর অর্থমন্ত্রী,বাঁশের কেল্লা #WEBSITE, Imran H সরকার এর পেইজ UNFRIEND করার কথা বাদ ঈ দিলাম।

ভবিষ্যতে আরো কত পাগলামি দেখতে হবে আল্লাহ জানেন

এখন শুধু আমার সুত্র প্রমাণিত হওয়ার অপেক্ষায়।

তবে ওবায়দুল কাদের এর মত কিছু মানুষের কারনে হয়ত আমার সূত্র আজীবন অপ্রমাণিত থেকেও যেতে পারে।

বিষয়: রাজনীতি

৭৬৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

373655
৩০ জুন ২০১৬ রাত ০৮:৩০
শেখের পোলা লিখেছেন : তা হলে আগে ভাগেই ওটাকে পাবনায় স্থানান্তর করা ভাল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File