মেকি ঈদ
লিখেছেন লিখেছেন সরওয়ার ফারুকী ০৭ জুলাই, ২০১৬, ০৮:৩৬:১৪ সকাল
যতটা রেঁধেছি ঈদের খুশিতে
ততটা কেঁদেছে কাতরপ্রাণ,
হাজার পথের নিযুত শিশুরা
এখনো পায় না ভাতের ঘ্রাণ!
আমার ঘরেতে হরেক রকম
সুগন্ধিময় ফুলের ঢল,
দুয়ারে দুয়ারে ফিতরাকাতর
এখনো ফেলছে চোখের জল।
অবুঝ প্রাণের কাঁপন-রোদন
কঁকিয়ে ধরেছে দিলের খিল,
ফোঁকলা-হাসিতে ঈদের আদর
তাই তো পায় না জিন্দা দিল!
যতই ঝরবে উম্মাহর চোখে
অথৈ রুধির বিরহবান!
মেকি-প্রবাহের দরিয়া-স্রোতে
কেমনে ঝাঁপাই হৃদয়খান?
#কাব্য "একটি শব্দের জন্যে"
বিষয়: বিবিধ
৯৮২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন