পিতৃহীনতার বেদনা।

লিখেছেন লিখেছেন কুতুব কবির ১৯ জুন, ২০১৬, ১০:০৫:২৪ রাত

আজ অবধি জানিতে পারিলাম না সবার কনিষ্ট সন্তান টিকে নিয়ে কি তার স্বপ্ন ছিল!আমার এইটুকু ও মনে পরে না যে কখন থেকে আমি বুঝতে শিখেছি যে পৃথিবী তে আমি পিতৃহীন। শুধু এইটুকু জানিয়াছি যে কেমন ছিল তার জীবন-কর্ম । মৃত্যু অবশ্যম্ভাবী , স্বাভাবিক মৃত্যুকে মানুষ সহজভাবে নিলেও অবুঝ বয়সে পিতার মৃত্যুটা আমার জন্য অস্বাভাবিকই ছিল। পৃথিবীতে পিতার গুরুত্ব টা তারাই সবচেয়ে বেশি বুঝতে পারে যারা পিতৃহীন,বা অসময়ে পিতাকে হারিয়েছে । প্রতি ঈদের দিনে সবাই যখন তার পিতাকে সালাম করে তখন আমাকে পিতার কবর জিয়ারত করতে দাড়াতে হয়। জীবনের কিছু নিয়তি মানুষকে প্রতিনিয়ত নাড়া দিলেও ,তাহা নিয়েই আমাদেরকে সামনের পথ চলতে হয়,সে চলার পথে যদি পিতার আদর্শ টাকে বুকে ধারন করে পথ চলতে পারি তাহলে হয়ত পরপারে পিতার সাথে সাক্ষাৎ লাভে সক্ষম হব। সবসময় দুয়া করি আল্লাহ যেন আমার পিতাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন ।

বিষয়: বিবিধ

৭৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File