মূল্যায়ণ

লিখেছেন লিখেছেন মিকদাদ প্রকাশনী ১৪ জুন, ২০১৬, ১০:০৪:৩৫ সকাল

লিখব কি কবিতা আজ বিষাদে ভরা মনে ? নজরুল , রবি দেখি তো আজ হয়ে আছে জনে জনে ! নিজেদের ঢোল নিজেরা ই বাজায় দু'চরণ লিখিয়া , কত শত স্বনামধন্য প্রকাশনীর প্রকাশক তোষামোদ করে এদের রাজপ্রসাদে আসিয়া ! দূর হও প্রকাশক তুমি আগে না দিলে সম্মানী ? কত শত সুন্দরী পাগল আমার কবিতা পড়ে বুক ভাসায় কেঁদে এখন ও নাম না জানা রমণী ! টাকা দিলেই লেখা দেবো নয়ত নয় , শত শত প্রকাশক তাই কেঁদে যে ফিরে যায় !

বিষয়: সাহিত্য

৭৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File