প্রকাশিত হলো সয়িব খান ও টিয়ার প্রথম মিউজিক ভিডিও "ভাবিনি"
লিখেছেন লিখেছেন তাসমিম ৩১ মে, ২০১৬, ০৯:০৮:৩৭ রাত
প্রকাশিত হলো সয়িব খান এর প্রথম একক ‘চোখটা জুড়ে’ অ্যালবামের "ভাবিনি" গানটির মিউজিক ভিডিও। সুরঞ্জলি এর ব্যানারে প্রকাশিত হয়েছে ভিডিওটি। সয়িব খান এর এর কথায় গানটির সুর দিয়েছেন সয়িব খান নিজেই আর সঙ্গীত আয়োজন করেছেন নাফিস ইকবাল। গানটি ডুয়েট। সয়িব খান এর সাথে গানটি অসাধারণ ভাবে গেয়েছেন টিয়া।
ভিডিওটির মডেল হয়েছেন গানটির শিল্পী সয়িব খান ও টিয়া।
চলতি বছরের ঈদুল ফিতরে সুরঞ্জলি বাজারে আনতে যাচ্ছে কণ্ঠশিল্পী সয়িব খান এর প্রথম একক অ্যালবাম ‘চোখটা জুড়ে’। মোট ৮টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। এর মধ্যে সয়িব খান এর সঙ্গে ছটি গানে কণ্ঠ দিয়েছেন টিয়া নামের ১জন নতুন শিল্পী।
অ্যালবাম প্রকাশের আগেই সয়িব খান তার ১টি গানের মিউজিক ভিডিও প্রকাশ করেছেন। গান ও গানের ভিডিও ইতিমধ্যেই স্রোতাদের মন জয় করে নিয়েছে। ভিডিও টি নির্মান করেছেন এ সময়ের জনপ্রিয় মিউজিক ভিডিও নির্মাতা সৈকত রেজা।
অ্যালবামের অন্যান্য গানগুলো হলো— চোখটা জুড়ে, হৃদয়ের কথা, না বলা ভালোবাসা, তুই কে আমার, বলতে পারিনি, কতোটা ভালওবাসি ও ডার্লিং
'ভাবিনি' মিউজিক ভিডিও টি দেখতে নিচে ক্লিক করুন
বিষয়: বিবিধ
২০০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন