আমলে গাফলতি
লিখেছেন লিখেছেন আয়েশা জুলি ১০ জুন, ২০১৬, ০১:১৭:৩৬ দুপুর
আমরা কুরআন পড়ছি, শুনছি তেলওয়াত করতেছি কিন্তু পৃথিবীর জীবনে গিয়ে কুরআনের বিপরীত কাজটি করছি। কুরআন বলছে তোমরা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবে না। কিন্তু মানুষ এখন নেশার পাশাপাশি কুরআন শোনে!
কুরআনে স্পষ্ট করে বলা হয়েছে, আকিমুস সালাত। নামায কায়েম কর। এই কথাটি শুনছি কিন্তু বুঝতেও পারছি না, আমলও করছি না।
আল্লাহ কুরআনে বলেছেন, “আমি ব্যবসাকে হালাল করেছি সুদ কে হারাম করেছি”। এই কথাটি আমরা নামাযে অসংখ্যবার পড়ছি কিন্তু উপলবদ্ধি করতে পারছি না। কারণ আমরা কুরআনের ভাষা বুঝি না।
বিষয়: বিবিধ
৯৬৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন