### ইচ্ছে গুলো দিচ্ছে পাড়ি ###
লিখেছেন লিখেছেন জানে আলম রেজা ৩০ মে, ২০১৬, ০৫:০১:৪৮ সকাল
ইচ্চে গুলো দিচ্ছে পাড়ি,
নিত্য মনে স্বপ্ন আঁকি।
স্বপ্ন আমায় দেয় যে ফাঁকি,
স্বপ্ন দেখেই জুড়াই আঁখি।
স্বচ্ছ মনে জ্বালাই বাতি,
কখনো তা নিভিয়ে রাখি।
দূর থেকেও রাশি রাশি,
আপন ভেবেই খুব ভালবাসি।
রিক্ত হৃদয়ের এই ভালবাসা,
সিক্ত হয়ে তাই কাছে আসা।
রংধনু রং রঙিন নেশায়,
উড়ছে যে মন সুপ্ত ডানায়।
***** জে আলম রেজা।*****
@@*****####*****####@@
বিষয়: বিবিধ
১০২২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন