হাফিজের মৃত্যু নিয়ে শাহবাগী ইমরানের নোংরা রাজনীতি

লিখেছেন লিখেছেন ব্যতিক্রমী চোখ ২০ মে, ২০১৬, ১১:৫৬:২৬ সকাল

রাবির মেধাবী ছাত্র হাফিজুর রহমান কে শিক্ষক রেজাউল হত্যা মামলায় গত ২৮ এপ্রিল ২০১৬ তে গ্রেফতার করা হয়।। এরপর পুলিশ সাত (৭) দিনের রিমান্ড আবেদন করলে আসামীর আইনজীবীর আবেদনে মেজিস্ট্রেট চার (৪) দিনের রিমান্ড দেন।। এরপর শুরু হয় রাতের আধারে নির্যাতন।। অথচ তিনি অসুস্থ।।

রিমান্ড এ নির্যাতনের কারণে হাফিজের অবস্থার আরো চরম অবনতি নয়।। ১৭ মে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।। তিনি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ছিলেন। যার রক্ত ৩/৪ মাস পরপর পরিবর্তন করতে হত।।

নিরাপরাধ একটি অসুস্থ ছাত্রকে ডিবি অফিসে দিনের পর দিন নির্যাতন করা কতটুকু গ্রহণযোগ্য???

আজ কোথায় মৌলিক অধিকার....???

এ হত্যা কান্ডে জড়িত সকল পুলিশ ও কর্তা ব্যাক্তিদের কি আদৌ বিচার হবে...?

নাকি শিবির বলেই যেমন হাফিজুরদের কোন অধিকার নেই...! শিবির করাই অপরাধ। তেমনি শিবিরকে নির্যাতন,গুম ও" খুনের কোন বিচার হবে না....???

কিন্তু অত্যন্ত নিকৃষ্ট একটি দিক লক্ষ্য করলাম গাঁজার আসর শাহবাগের মুখপাত্র ইমরান সরকার গতকাল ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন.....

""তিনি বিচার বহির্ভূত হত্যা সমর্থন করেন না। তিনি বিচার চান। আইন অনুযায়ী যা শাস্তি হবে তিনি এটা মেনে নিবেন।। তিনি এসব পুলিশী হেফাজতে মৃত্যু সমর্থন করেন না ""

হ্যাঁ খুবই ভাল কথা। কিন্তু এটা হচ্ছে ওনার নোংরা রাজনীতি।। বাংলাদেশে কি এর আগে পুলিশী হেফাজতে মৃত্যু ঘটেনি...???

তখন উনি প্রতিবাদ কেন করেন নি...?

বর্তমানে বিচার বহির্ভূত হত্যাকান্ড ঘটছে না...?

ঘটছে।।

উনি প্রতিবাদ করেন না কেন..?

আর সবচেয়ে মজার তথ্য হলো ইমরান ও শাহবাগের জন্মই হলো অবৈধ দাবি নিয়ে। সেটা হলো-

""বিচার নয় ফাঁসি চাই""

এবং পরবর্তীতে তাদের জন্যই আইন পরিবর্তন করে ইসলামী আন্দোলনের বীর পুরুষ শহীদ আব্দুল কাদের মোল্লা (রাহিঃ) কে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়।।

যাদের মাধ্যমে অন্যায় এর সূত্রপাত তাদের মুখে বিচারের কথা মানায় না।।

এগুলো সবই ওদের নোংরা রাজনীতি।। নিজেকে গ্রহণযোগ্য করে তোলার অপচেষ্টা।।

কিন্তু এরা অতীত ভুলে যায়।। এদের মনে রাখা উচিৎ নির্যাতিতরা কখনোই অতীত ভুলে যায় না।। ইতিহাস নির্মম ভাবেই প্রতিশোধ নেয় নির্যাতনকারীদের উপর।।

ইতিহাস কাউকে ক্ষমা করেনা।। ইতিহাস বড়ই নিষ্ঠুর।।

সময়ের পরিবর্তন তোমাদের মুখগুলো মলিন করে দিবে। ইনশাআল্লাহ।।

বিষয়: বিবিধ

৯৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File